[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে হেডম্যান মংথোয়াইলা এর বিরুদ্ধে নানান অভিযোগকামাল হোসেন ছিলেন একজন অকুতোভয় নির্ভীক সাংবাদিকবান্দরবানের থানচিতে হেডম্যান পাড়ার কালভার্ট গ্রামবাসীদের মরণফাঁদরাঙ্গামাটির রাজস্থলীতে মোবাইল নেটওয়ার্ক বিপর্যস্ত জনগনের মাঝে ক্ষোভকাপ্তাই কর্ণফুলী সরকারি কলেজ এর অধ্যক্ষ আর নেইচট্টগ্রাম রেঞ্জ ডিআইজি রাঙ্গামাটির দুই থানা পরিদর্শনগণতন্ত্রের পুনরুদ্ধারে জাতীয়তাবাদী দলের কোন নেতাকর্মী আর পিছ পা হবে নারাঙ্গামাটির বাঘাইছড়িতে মোবাইল নেটওয়ার্ক নিয়ে ভোগান্তিতে স্থানীয় বাসিন্দারাদুর্নীতির বিরুদ্ধে তরুণ প্রজন্মকে সৎ ও নৈতিক শিক্ষায় গড়ে তোলা জরুরিখাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি সহায়তা প্রদান
[/vc_column_text][/vc_column][/vc_row]

কাপ্তাই উপজেলায় বিবাহ ও জেন্ডার উন্নয়ন বিষয়ক কর্মশালা

পারিবারিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারীর মতামতকে গুরুত্ব দিতে হবে: ইউএনও

৩৯

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার। পারিবারিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারীর মতামতকে গুরুত্ব দিতে হবে। কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগাম এর আয়োজনে বাল্য বিবাহ ও জেন্ডার উন্নয়ন বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথি কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান একথা বলেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং এর সভাপতিত্বে কমিউনিটি হেলথ প্রোগামের ফিল্ড সুপারভাইজার শশীর সঞ্চালনায় এইসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মাসুদ, ৮ নং ওয়ার্ড এর ইউপি সদস্য আরশাদ আলী এরশাদ, কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত। কর্মশালায় ইউপি সদস্য মাইন উদ্দিন, আবুল হাসনাত খোকন, নীহার রন্জন তনচংগ্যা, সুমন মেম্বার, মনা মেম্বার, আবুল হাসেম, মামুন মেম্বার, আজিজুল হক মন্ত্রী, মহিলা সদস্য নয়ন আক্তার, হোসনে আরা সহ স্থানীয় জরপ্রতিনিধি, সাংবাদিক, উন্নয়ন সংগঠনের প্রতিনিধি এবং গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কমিউনিটি হেলথ প্রোগামের প্রোগাম ম্যানেজার বিজয় মারমা।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মুনতাসির জাহান বলেন, তিনি আরোও বলেন, নারীরা যতো বেশী শিক্ষিত হবে ততো বেশী বাল্য বিবাহের হার কমে যাবে। সরকার নারীর ক্ষমতায়নকে সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে। নারীর প্রতি সম্মান রাখুন। এর আগে ইউএনও মুনতাসির কর্মশালার উদ্বোধন করেন।