নানিয়ারচরে সামাজিক সংগঠন “প্রিয় রাঙ্গামাটি”র আহবায়ক কমিটি গঠন
॥ নিজস্ব প্রতিবেদক ॥
নানিয়ারচর উপজেলায় সামাজিক সংগঠন “প্রিয় রাঙ্গামাটি”র আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সোহেল আহমেদ মুরাদকে আহবায়ক এবং দুর্জয় কর্মকারকে সদস্য সচিব করে ২১সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
মঙ্গলবার (৬ অক্টোবর) নানিয়ারচর উপজেলার টাউন হল এ সামাজিক স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন “প্রিয় রাঙ্গামাটি” কেন্দ্রীয় কমিটি আহবায়ক কমিটির অনুমোদস দেন। এছাড়াও “প্রিয় রাঙ্গামাটি” উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ফাতেমা তুজ জোহরা রেশমীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন নানিয়ারচর উপজেলার চেয়ারম্যান প্রগতি চাকমা। বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধক হিসেবে ছিলেন নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী রহমান তিন্নী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল জামান হাওলাদার, ও নানিয়ারচর উপজেলার বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা আব্দুল ওহাব হাওলাদার, উপজেলা ইন্সট্রাক্টর উপজেলা রিসোর্স সেন্টার সারোয়ার কামাল, মোঃ শাহাদাত হোসেন সিকদার, সাধারণ সম্পাদক, প্রিয় রাঙ্গামাটি। আরো উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের উপদেষ্টা ইকবাল আহমেদ তালুকদার রিজুয়ান, সোহেল চাকমা, আনোয়ার হোসেন কায়সার, তাজুল ইসলাম রাজু, নোবেল মল্লীক, বিশাল চৌধুরী প্রমুখ।