[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

[/vc_column_text][/vc_column][/vc_row]

পুলিশকে ধন্যবাদ জানিয়েছে

বাঘাইছড়িতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযুক্ত জিয়াউর রহমান আটক

৭১

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার উগলছড়ি গ্রামে ৬ বছর বয়সী শিশু ধর্ষন চেষ্টা মামলার অভিযুক্ত জিয়াউর রহমান (১৯)কে আটক করেছে বাঘাইছড়ি থানা পুলিশ। সে ঐ গ্রামের জসিম উদ্দিনের ছেলে বলে পুলিশ জানিয়েছে। মামলার একদিন পর শুক্রবার বিকালে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হন। এ বিষয়টি পুলিশ নিশ্চিত করেছেন।

থানা সুত্র জানায় গত বৃহস্পতিবার বিকালে শিশুটির মা নাজমা বাঘাইছড়ি থানায় জিয়াউর রহমানকে অভিযুক্ত করে নারী ও শিশু নির্যাতন ধর্ষন চেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করেন।

এদিকে মামলার পরপরই বাঘাইছড়ি থানার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা এসআই আসাদুজ্জামান এর নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত বখাটে জিয়াউর রহমানকে আটক করে থানা হাজতে রাখা হয়। এব্যাপারে বাঘাইছড়ি থানার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা এসআই আসাদুজ্জামান বলেন, আসামী বর্তমানে থানা হাজতে রয়েছে আইনি প্রক্রিয়া শেষে তাকে রাঙ্গামাটি আদালতে সোপর্দ করা হবে। এদিকে বখাটে জিয়াউর রহমান পুলিশের হাতে আটকের সংবাদে নির্যাতিত শিশুটির পরিবার পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন। শিশুটির মা নাজমা আসামীর উপযুক্ত শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, প্রতিবেশী জসিম উদ্দিনের বখাটে ছেলে জিয়াউর রহমান (সাগর) গত ২০ সেপ্টেম্বর সকাল ১১ ঘটিকায় চকলেট ও টেলিভিশন দেখানোর প্রলোভন দেখিয়ে বাড়ীর আঙ্গিনা থেকে তুলে নিয়ে ঘরে ২ বার পালক্রমে ধর্ষনের চেষ্টা চালায়। বিষয়ে কাউকে বললে মেরে ফেলার হুমকি দেয়। পরে শিশুটির মা ঘটনাটি বখাটে জিয়াউর রহমান সাগরের মা ও স্থানীয় কাউন্সিলর নুরুল হক তালুকদারকে জানালে সাগর বাড়ী ছেড়ে পালিয়ে যায়।