[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
পাহাড়ের উন্নয়নে ঐক্য ও সম্প্রীতির বিকল্প নেই: খাগড়াছড়িতে নাহিদ ইসলামদীঘিনালায় নদীর গর্ভে বিলিন রাস্তা সাঁকো দিয়ে চলাচলখাগড়াছড়িতে কিশোরী ধর্ষণের প্রতিবাদে দীঘিনালায় মানববন্ধনশিক্ষার্থীরা পড়ালেখায় ফাঁকি দেয়ার অন্যতম কারণ ফেসবুক, ইউটিউব ও ইন্টারনেটথানচিতে আবাসিক ছাত্রাবাস ভবনের ছাদে ফাটল, ঝুঁকিতে ৭০জন শিক্ষার্থীরাঙ্গামাটির রাজস্থলীতে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিতখাগড়াছড়ির রামগড় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ চারা বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল৭২এর মুজিববাদী সংবিধানে সকল জাতিগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়নি: নাহিদ ইসলামকাপ্তাইয়ে ভোক্তা অধিকার এর অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
[/vc_column_text][/vc_column][/vc_row]

সরকারি অফিস দখল করে ব্যবসা

সাত বছর পর দখলমুক্ত হলো আনসার ভিডিপি কার্যালয়

৬৩

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় আনসার ভিডিপি কার্যালয় দখল করে প্রায় দীর্ঘ ৭ বছর ধরে কম্পিউটার ব্যবসা করছিলেন, সাজেক ইউনিয়ন পরিষদের দফাদার মোঃ জাফর ইকবালের পুত্র মারিশ্যা পোষ্ট অফিসের নগদ উদ্যোগক্তা মোঃ জাহাঙ্গীর আলম। অবশেষে দীর্ঘ ৭ বছর পর বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু নির্দেশে দখলমুক্ত হলো এই আনসার ভিডিপি কার্যালয়।

স্থানীয়দের অভিযোগ, ৭ বছর ধরে বেআইনিভাবে সরকারি অফিস দখল করে কম্পিউটার ব্যবসা করছিলেন মারিশ্যা পোষ্ট অফিসের নগদ উদ্যোগক্তা মোঃ জাহাঙ্গীর আলম। এছাড়াও এক বৃদ্ধার জমি ও পোষ্ট অফিসের নগদে রক্ষিত ৮০ হাজার টাকা প্রতারণা করে আত্মসাৎ করে বলেও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। প্রতারণার শিকার বৃদ্ধার অভিযোগের ভিত্তিতে নোটিশের মাধ্যমে প্রতারক জাহাঙ্গীরকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হওয়ার জন্য বলা হয়। কিন্তু সে ডাকা সাড়া দেয়নি বলে জানা গেছে। তারা আরও অভিযোগ করেন, দীর্ঘদিন প্রভাব খাটিয়ে কার্যালয়টি দখলে নিয়ে নানাবিধ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ভুয়া জন্মসনদ ও জাল দলিল করে সাধারন মানুষকে ঠকিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক জাহাঙ্গীর ।

সাজেক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওতলাল চাকমা বলেন, তারা বাপ-ছেলে তাকে পথের ফকির বানিয়েছে। শত শত ভুয়া জন্মনিবন্ধন বানিয়ে তাকে বিপদে ফেলেছে। সাজেকের অনেক ভূমি তারা জাল দলিল দিয়ে দখলে নিয়েছে। তাদের বিষয়ে তিনি রাঙ্গামাটি পুলিশ সুপারের কার্যালয়ে একটি অভিযোগ দিয়েছেন এখনো কোন সুরাহা পাননি বলে তিনি জানান।

সাজেক ইউনিয়নের চেয়ারম্যান নেলসন চাকমা নয়ন বলেন, তারা আমার নামেও বিভিন্ন জায়গায় নামে বেনামে দরখাস্ত দিয়ে হয়রানি করছে। তিনি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছেন। খুব শীঘ্রই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে তাকে আশ^াস দেন ইউএনও।

বাঘাইছড়ি পোষ্ট মাষ্টার মোঃ মামুন বলেন, নগদ উদ্যোগক্তা জাহাঙ্গীরের বিষয়ে বহু অভিযোগ তার নজরে পড়েছে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে শীঘ্রই তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এসব বিষয়ে মুঠোফোনে জাহাঙ্গীরের সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু জানান,সরকারি অফিস দখল করে কোন ব্যবসা-বাণিজ্য চলতে পারে না। তাই গত বছরের নভেম্বর মাসে কার্যালয়টি খালি করার জন্য নোটিশ দেয়া হয়। এতেও কাজ না হওয়ায় গত মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে অভিযান চালিয়ে কার্যালয়টি খালি করা হয়। তিনি আরও জানান, অভিযুক্ত জাহাঙ্গীর বর্তমানে পলাতক রয়েছে। তাকে আইনের আওতায় এনে দ্রুত তার বিরুদ্ধে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করা হবে।