বান্দরবানে আধিপত্যের জেরে জেএসএস কর্মী অপহৃত
॥ বান্দরবান প্রতিনিধি ॥
বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) দলের উথোয়াই মারমা (৫৮) নামে এক কর্মীকে অপহরণ করা হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) গভীর রাতে রোয়াংছড়ি উপজেলার নতুন পাড়ায় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে আরও জানা গেছে, বান্দরবানের রোয়াংছড়ি উপজলার নতুন পাড়া এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীরা হানা দিয়ে আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি সমিতি (জেএসএস) কর্মী উথোয়াই মারমা নামে এক ব্যক্তিকে অপহরণ করেছে। অপহরণের সঙ্গে কারা জড়িত বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে আধিপত্য বিস্তারের জেরে তাকে অপহরণ করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
এদিকে অপহরণের খবর পেয়ে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে।
এবিষয়ে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নতুন পাড়া থেকে এক ব্যক্তি অপহরণের কথা তারা শুনেছেন। তবে অপহৃতের পরিবারের পক্ষ থেকে এখনও কোনো কিছু পুলিশকে জানানো হয়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানিয়েছেন ওসি।
উল্লেখ্য, বান্দরবানের রোয়াংছড়ি ও সদর উপজেলার বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে সিক্স মার্ডারসহ বেশ কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আধিপত্য বিস্তার নিয়ে পাহাড়ের বেশ কয়েকটি সশস্ত্র সন্ত্রাসী দলের তৎপরতা বেড়েছে। অপহরণ, হত্যা, চাঁদাবাজি বেড়ে যাওয়ায় আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে পার্বত্যবাসী।