[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
পাহাড়ের উন্নয়নে ঐক্য ও সম্প্রীতির বিকল্প নেই: খাগড়াছড়িতে নাহিদ ইসলামদীঘিনালায় নদীর গর্ভে বিলিন রাস্তা সাঁকো দিয়ে চলাচলখাগড়াছড়িতে কিশোরী ধর্ষণের প্রতিবাদে দীঘিনালায় মানববন্ধনশিক্ষার্থীরা পড়ালেখায় ফাঁকি দেয়ার অন্যতম কারণ ফেসবুক, ইউটিউব ও ইন্টারনেটথানচিতে আবাসিক ছাত্রাবাস ভবনের ছাদে ফাটল, ঝুঁকিতে ৭০জন শিক্ষার্থীরাঙ্গামাটির রাজস্থলীতে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিতখাগড়াছড়ির রামগড় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ চারা বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল৭২এর মুজিববাদী সংবিধানে সকল জাতিগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়নি: নাহিদ ইসলামকাপ্তাইয়ে ভোক্তা অধিকার এর অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
[/vc_column_text][/vc_column][/vc_row]

লামায় পল্লী বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু

৫৮

॥ মোঃ রফিকুল ইসলাম, লামা ॥

লামা উপজেলার ফাইতং ইউনিয়নের বিদ্যুতের লাইনে কাজের সময় স্থানীয় লোকজন ও বিদ্যুৎ শ্রমিকের সাথে মারামারি ঘটনার ২দিন পর চিকিৎসাধীন অবস্থায় এক বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়েছে। গত শনিবার রাত ২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত বিদ্যুৎ শ্রমিক মোঃ হাবিবুল্লাহ (৪২) কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের এস.এম চর গ্রামের মৃত আজিজ এর ছেলে। সে ছয় সন্তানের জনক।

নিহত হাবিবুল্লাহ’র স্বজন ও কাকারা এলাকার বাসিন্দা শাহাব উদ্দিন এবং মগনামা এলাকার লোকজন জানায়, গত ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মগনামা পাড়ায় পল্লী বিদ্যুতের লাইনে কাজ করার জন্য চকরিয়া হতে ৩/৪ জন শ্রমিক যায়। সেখানে বিদ্যুৎ লাইনের কাজের বিষয়ে বিদ্যুৎ শ্রমিকদের স্থানীয় আবুল কালাম বাচ্চু, মোঃ মনু, নুরুল হুদার সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নুরুল হুদা সহ অন্যান্যরা কাঠের টুকরা নিয়ে বিদ্যুৎ শ্রমিক হাবিবুল্লাহ মাথায় আঘাত করলে তার মাথা ফেটে যায়। হাবিবুল্লাহ গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে চকরিয়া হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার আরো অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ২টায় তার মৃত্যু হয়েছে। ঘটনায় জড়িত আবুল কালাম সহ তার সহযোগিরা পলাতক রয়েছে।

এদিকে হাবিবুল্লাহ’র মৃত্যুর সংবাদ পেয়ে শনিবার সকাল সাড়ে ১১টায় লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান ও ফাইতং পুলিশ ফাঁড়ির আইসি নজরুল ইসলাম সঙ্গীয় পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করের। এসময় আরো উপস্থিত ছিলেন ফাইতং ইউপি চেয়ারম্যান জালাল উদ্দীন, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক, ফাইতং ইউনিয়ন যুবলীগের সভাপতি থোয়াই সানু মার্মা সহ প্রমূখ।

এই ঘটনায় নিহতের পরিবারে পক্ষ থেকে ঘাতকদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। ঘটনাটি খুবই দুঃখজনক বলে মন্তব্য করেন ফাইতং ইউপি চেয়ারম্যান জালাল উদ্দীন।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের লোকজনের সাথে কথা হয়েছে। তারা চট্টগ্রাম থেকে লাশ নিয়ে আসছে। শনিবার লাশের দাফন-কাপন শেষে রোববার তাদের লামা থানায় আসতে বলা হয়েছে।
ই-পিসি/আর