করোনা মোকাবেলায় গ্রাম পুলিশদের ভূমিকা প্রশংসনীয়
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান বলেছেন, মহামারি করোনা মোকাবেলায় গ্রাম পুলিশদের ভূমিকা প্রশংসনীয়। তৃণমূল পর্যায়েও আইন শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা সবসময় এলাকা অবস্থান করে বিধায় তাদেরকে উপজেলা প্রশাসন এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে যোগাযোগ রক্ষা করে এলাকার সব কিছু দেখভাল করতে হবে। কোন কারণে কেউ দায়িত্ব অবহেলা করলে তাকে উপজেলা প্রশাসনের কাছে জবাবদিহিতা করতে হবে।
বৃহস্পতিবার(২৪ সেপ্টেম্বর) সকালে কাপ্তাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউনিয়ন পরিষদের সচিবদের সাথে মতবিনিময় এবং গ্রাম পুলিশদের মধ্যে প্যান্ট, জামা,লাঠি, সোল্ডার ব্যাজ, বেল্ট, ক্যাপ, ছাতা, কাপড়ের জুতা এবং বাঁশী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব বলেন।
এসময় ৫ নং ওয়া¹া ইউপি চেয়ারম্যান চিরঞ্জিত তঞ্চঙ্গ্যা, ৩নং চিৎমরম ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান চিংথোয়াইও মারমা, কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, উপজেলা নির্বাহী কর্মকর্তা দপ্তরের অফিস সুপার সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
এরআগে উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গ্রাম পুলিশদের প্যারেড পরিদর্শন করেন।