[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বান্দরবানের লামায় সাড়ে ৬ লাখ ইউক্যালিপটাস ও আকাশমনি চারা ধ্বংসখাগড়াছড়ির রামগড়ে শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতারদীঘিনালায় নবাগত ইউএনও শান্তি ও উন্নয়নে সবার সহযোগীতা চাইলেনবান্দরবানের আলীকদমে বন্দুকের গুলিতে পর্যটকের মৃত্যু, চার বন্ধু আটকদীঘিনালায় কৃত্তি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বিভাগের পুরস্কার বিতরণমাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দূর্ঘটনায় রাঙ্গামাটির উক্য চিং মারমাও মারা গেলখাগড়াছড়ির মাটিরাঙ্গায় অস্ত্র, গুলি ও সামরিক সরঞ্জাম উদ্ধারপাহাড়ের উন্নয়নে ঐক্য ও সম্প্রীতির বিকল্প নেই: খাগড়াছড়িতে নাহিদ ইসলামদীঘিনালায় নদীর গর্ভে বিলিন রাস্তা সাঁকো দিয়ে চলাচলখাগড়াছড়িতে কিশোরী ধর্ষণের প্রতিবাদে দীঘিনালায় মানববন্ধন
[/vc_column_text][/vc_column][/vc_row]

খোঁজ নিতে গেলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক

ক্যান্সার আক্রান্ত নিংপ্রুচাই মারমা’র স্বপ্নের পাঠশালার জন্য ১ লক্ষ টাকা প্রদান

৭৯

॥ মহালছড়ি উপজেলা প্রতিনিধি ॥

মহালছড়ি উপজেলার সিঙ্গিনালা গ্রামের দুরারোগ্য ব্যাধী ক্যান্সারে আক্রান্ত মেধাবী ছাত্র নিংপ্রুচাই মারমা’র শারিরীক অবস্থার খোঁজ নিতে গেলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। সেই সাথে তিনি নিংপ্রুচাই মারমার প্রতিষ্ঠিত স্বপ্নের পাঠশালার জন্য প্রদান করলেন এক লক্ষ টাকা। আবেগ আপ্লুত নিংপ্রুচাই সকরের আশীর্বাদ কামনা করেছেন।

এদিকে, ক্যান্সার আক্রান্ত হয়ে বর্তমানে হুইল চেয়ার বন্দি মেধাবী ছাত্র নিংপ্রুচাই মারমার শারিরীক অবস্থার বিষয় এবং তাঁর অদম্য মনেবলে প্রতিষ্ঠিত স্বপ্নের পাঠশালা’র বিষয়ে গুমাধ্যমে সংবাদ প্রকাশ হলে মঙ্গলবার সকাল ১১টায় বৃষ্টি উপেক্ষা করে খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস সরাসরি সিঙ্গিনালা গ্রামের ক্যান্সার আক্রান্ত নিংপ্রুচাই মারমা এর খোঁজ খবর নেন। এসময় মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দত্ত, মহালছড়ি সহকারি কমিশনার (ভুমি) তাহমিনা আফরোজ ভুঁইয়া, মহালছড়ি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুইনুচিং চৌধুরী, মহালছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর। এছাড়া জেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান রুইথি কার্বারীসহ স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেন, এ অবস্থাতেও অদম্য নিংপ্রুচাই মারমা হুইল চেয়ারে বসে তাঁর পাঠশালায় ছাত্র-ছাত্রীদের পাঠদান সত্যি খুশির খবর। হুইল চেয়ারে বন্দী হলেও অদম্য মনোবল ও মেধা তাঁকে দমিয়ে রাখতে পারেনি। এ পাঠাশালায় শুধু বই পড়ার মধ্যে সীমাবদ্ধ নয়, ক্ষুদে শিক্ষার্থীদের বিভিন্ন অনলাইন গেম, নেশা জাতীয় দ্রব্য থেকে বিরত রাখতে এখানে খেলাধূলা, গান বাজনা ও শিক্ষামূলক গল্প পড়ানো হচ্ছে। তাঁর এই অদম্য সাহসিকতার জন্য পাঠশালার উন্নয়নে শিক্ষা উপকরণ ও খেলাধূলা সামগ্রী ক্রয়ের জন্য এক লক্ষ টাকার চেক নিংপ্রুচাই এর হাতে তুলে দেন জেলা প্রশাসক। তাঁর এছাড়াও স্বপ্নের পাঠশালার অবকাঠামোর উন্নয়নের জন্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এদিকে জেলা প্রশাসক এর হাত থেকে ১ লক্ষ টাকার চেক গ্রহন করে নিংপ্রুচাই মারমা খুশিতে আবেগ আপ্লুত হয়ে পড়েরন। সংক্ষিপ্ত বক্তব্যে তাঁর অতীত ও বর্তমান সময়ে অসহ্য যন্ত্রণা এবং হুইল চেয়ারে বন্দি থাকার করুণ পরিণতির কথাও তুলে ধরেন। তিনি তাঁর রোগমুক্তির জন্য সকলের কাছে দোয়া ও আশির্বাদ কামনা করেছেন।

ই-পিসি/আর