মনে হইতেছে বেগুনের যে নাই গুণ হেইডা এই বজ্জাতের হাড্ডি প্রমানিত করিয়াছে
ক্রিং ক্রিং, এ্যঁ…লো, কি গো জেঠা তুমি ঠিক আছোতো, গত সপ্তাহের খবরাখবর লইয়া তোমাগোর দরবারে আবারো কারেন্ট হাজির হইয়াছি। কোভিট-১৯ তো কষিয়া চালাইতেছে তয় দুর্বলও হইতেছে। তার মইধ্যে সমাজের দুস্কৃতকারী , ধর্ষক, বখাটে, ইভটিজার, লুটপাটকারী, মাদক বিক্রেতা, টেন্ডারবাজ, তেলবাজ, অস্ত্রবাজ, দালালবাজ, ভুমিদস্যু, চাঁপাবাজগোর বিষয়ে দু-চারটি কথা ক্রমান্বয়ে লিখিয়াই যাইতেছি। ভাই পো-রে, আইন আছে কঠোর দমন নাই, নিপীড়ন, নির্যাতন, বিতারণ আছে ভালো শাসন নাই। পাহাড়ের চুড়ায়, খাদে, চিপায়, নালায়, ঝিড়িতে, হ্রদের ধারের অভাগা জেঠা জেঠিরা কোন দুনিয়ায় তাইনেরা বসবাস করিতেছে বলিয়া খালি অভিযোগ আর অভিযোগ। আমিও শাররীক মানসিক অর্থনৈতিক বেকায়দায়, শক্ত করিয়া কলমও ধরিতে পারিতেছিনা। ভক্তরাও খালি কহেন অ-জেঠা আমরা বাঁচি, মরি আর ঝুলিয়া থাকি আপনে অন্তত ভালা থাকিবেন। ঐ জেঠা জেঠিগোরে কি বলিব আমিও বিপদ সামলাইতেই পারিতেছিনা। ভাইপো-রে বুড়ো বুড়িরাই কহিত যে নাকি সহে সে নাকি বরকত পাইয়া থাকে। বহু হর্তাকর্তা আইজ দিতাছি কাইল দিতাছি বলিয়া চড়কারমতন ঘুরাইতেছে, আবার দুই চাইর কলম লেখিলেই খালি কহেন অ জেঠা, গা তো পোড়াইতেছে। আমিওযে পুড়িয়া মরিতেছি, সইতেও পারিতেছি না, বরকতও পাইতেছি না, কিছু বলিতেও পারিতেছিনা, জমাজাটিও করিতে পারিতেছিনা, খালি চিন্তা, আর চিন্তা….
ভাই পো-রে পুরানে বুড়ো-বুড়িরা কহিতো ওজন বুঝে ভোজন দে, মন বুঝে ধন দে, লা-আ-ভ বুঝে ঝাঁপ দে। এক দিকে জেঠা জেঠিগোর ঠেলাগুতো অন্য দিকে ভাই পো আর পাবলিকের ওয়েটিং, এইসব চিন্তা লইয়া অধিক সময় চোখের পাতা রাইতেও খাড়াইয়া থাকে। আবার ফিজিসিয়ান কহিলেন জেঠির প্রেসার নাকি এখন হাই, তাই তাইনের চিল্লা-ফাল্লাও হাইফাই। আমি কি সমাজের জেটা জেঠিগোর সুখ দুঃখের কথা লিখিব নাকি জেঠিরে সামাল দিব ঐ হিসাবও মিলাইতে পারিতেছি না। প্রতিদিনই ভোর সকালেও দেখি জেঠি বুকে হাত দুইখান লইয়া ঘুমের ঘোরেও যেন জেঠারে ঘায়েল করিতে পরিকল্পনা করিতেছে। জেঠাও হ¹ল মানুষ-আমানুষগোর খবরাখবর লইয়া বাড়ি ফিরিলেও রাইতে তাইনের সেবাও করিতে হইতেছে। আবার বহুত জেঠা-জেঠি কহিলো তাইনেগোরে নাকি প্রেসক্রাইব করিতে, জেঠি হইতে কিভাবে রক্ষা পাওন যায়। এই হইলো কাটা ঘা’এ নুন ছিটানো। আরে জেঠার নিজের প্রেসক্রাইব কারে জমা করিবো হেই চিন্তা লইয়া উপর ওয়ারার দেয়া ব্লেক চুল হোয়াইট হইতেছে তার মইধ্যে জেঠা-জেঠিগোর যত তালিমালি। এত সেবা করিতে হইলে জেঠার অবস্থাটা কে দেখিবে। রাইতে জেঠিরে দু চারটি কথা শুনাইয়া দিলেই পেট্রোল বোমার মতন ঢাস ঢাস করিতে করিতে জীবনটারে ঠাঁসা বানাইয়া দেয়। হেই সময় মনে হয় লাইফটা রেস্টুরেন্টের পরটার মতন হইতেছে। সকালে বিছানা ছাড়িতে দেরি হইয়া পড়ে। পাহাড় পর্বতের খেটে খাওয়া মানুষ অমানুষগোর সুখ দুঃখের খবর হ¹ল জেঠাগোর নিকট উত্তাপন করিতে হিমশিমও খাইতেছি। নতুন করিয়া বিশে^র ভাইরাস করোনাতো কারো কথাই শুনিতে চাহে না। খালি ধরে আর মারে। মরিলে নাকি ছুতেও পারে না। মানুষের দেহে থাকা ভাইরাসগুলোর মানবতা কিছুটা থাকিলেও এই ভাইরাসের দেখি মানবতার মা-ও নাই, বাপও নাই। আবার কুঞ্জ হইতে বাহির হইলেই ভাইপোগোর নজরবন্দি, তার মইধ্যে বিনা বেতনে চাকুরী ব্যাটা ছোট্ট জেঠার পাঠশালায় কামিং গোইং আপাতত বাদ। যত নষ্টের মূল হইলো করোনা-১৯। বেকার এই ছোট্ট জেঠাও দেখি করোনার বান লইয়া খালি প্রশ্নের রান করিতে ওস্তাদ, খালি বায়না ধরে জঙ্গল দেখিবো, পাহাড় নদী নালা দেখিবো। আমি জেঠা যে কোন খানে লুকাইবো, খুবই চিন্তায় আছি…
বশির জেঠা কহিলো, সারাজীবন চাকুরী করিবার পরও বিদায় বেলায় বকেয়া আদায়ে অফিসের বান্দায় বারান্দায় ঘুরিতে হইবে কেন। খালি শ্রমই দিয়া যাইতেছি। গ্রাচুইট আর ভবিষ্যৎ তহবিলও সার্ভিস বুকে যোগ হয় না। গত বৃহস্পতিবার রাঙ্গামটি পৌরসভায় চাকুরীতে অবসরপ্রাপ্তদের বিদা সংবর্ধনা অনুষ্ঠানে তাইনে এই অভিযোগ করিয়াছেন। হায়রে কপাল চাকুরী জীবনে যদি তাইনেরা পাওনাদারই হয় তাঁগো দেনাদাররাতো বাসাবাড়িতেও থাকিতে দিবে না, চিন্তায় আছি…
রানা জেঠা কহিলো, এইবারতো খাগড়াছড়ি জেলার দীঘিনালায় পুলিশ সদস্য কর্তৃক চতুর্থ শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রী ধর্ষণের শিকার হইলো। এই ঘটনা লইয়া ধর্ষিতার পিতা মামলা করিলে ধর্ষককে আদালত জেল হাজতে পাঠাইয়াছে। এমনিতে দেশে পুলিশের ললাট হইতে দুঃখ লাগিয়া রহিয়াছে তার মইদ্যে এই আকাম। সিনহা হত্যা ঘটনা লইয়া আমাগো দেশের পুলিশের আকামের গন্ধ লাইন ধরিয়াছে, চিন্তায় আছি…
নানিয়ারচরের সিকদার জেঠা কহিলো, তাইনের নয় বছরের মাইয়া দোকানে সদাই করিতে গিয়া এক বৃদ্ধ দ্বারা ধর্ষণের শিকার হইয়াছে। এই ঘটনা তাইনের স্ত্রী জানিতে পারিলে পরে তাইনে থানায় মামলা টুকাইলে পুলিশ ধর্ষক জেঠারে কোমরে দড়ি দিয়া হাজতে ভরাইয়াছে। পার্বত্য চট্টগ্রামে টানা কয়েক ধর্ষণ ঘটনায় সচেতন মহল ছিঃ ছিঃ করিতেছে, চিন্তায় আছি…
আমাগো পিসিপি জেঠারাতো পার্বত্য চট্টগ্রামে অব্যাহত নারী ধর্ষণ ঘটনায় উদ্বেগ প্রকাশ করিয়াছে। চলমান ঘটনাগুলাইন লইয়া তাইনেরা ভিক্ষোভ প্রদর্শন করিতেছে। নারী ধর্ষণ ঘটনায় জড়িতদের দ্রুত আইনে বিচার দাবি জানাইয়াছে। কথা হইলো দুই চাইরটার বিচার দ্রুত হইলে এইসব হয়তো আর দেখিতে হইতো না, চিন্তায় আছি…
কাঞ্চন জেঠা কহিলো শহরের বিহারপুর এলাকার বাসিন্দারা একটি ব্রিজের অভাবে বহু কষ্টে যাতায়ত করিতেছে। পাহাড়ের আনাচে কানাচে উন্নয়নে ফিরিস্তি দেখা যাইলেও মূল শহরের বন বিহার এলাকার বিহারপুর গ্রামের মানুষ উন্নয়ন বঞ্চিত। নিজেগোর উদ্যোগে কাঠের তৈরী ব্রীজ বানাইয়া দীর্ঘ বছর ধরিয়া চলাচল করিতেছে। গ্রামবাসী পৌরসভা, উন্নয়ন বোর্ড, জেলা পরিষদের হস্তক্ষে কামনা করিয়াছে। কথা হইলো বহুত প্রকল্পের নাম আছে কাম নাই। প্রকল্প একখানে হইলে কাজ হইতেছে অন্যখানে, চিন্তায় আছি…
আমাগো সাংবাদিক জেঠারা কহিলো বাক স্বাধীনতা খর্ব করিতেই দেশের নানানস্থানে সাংবাদিক হত্যা নির্যাতন করিতেছে। গেল রবিবার দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে রাঙ্গামাটিতে সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশে এই অভিযোগ। কথা হইলো সাংবাদিক নির্যাতন বন্দ করিতে সাংবাদিকদেরও লেখনের নির্যাতন বাড়াইতে হইবে, চিন্তায় আছি…
আকাশ জেঠা কহিলো তাইনের বান্দরবান জেলায় নাকি বেগুনের বস্তায় ভরিয়া ইয়াবা পাচার করিতে যাইয়া ধরা খাইয়াছে মাসুদ মিয়া। জেলার ঘুমধুম সীমান্ত এলাকায় প্রায় ৬০ হাজার পিস ইয়াবা বেগুনে ভরিয়া বাইরে পাচার করিতে এই পন্থা। বিজিবি জেঠারা গোপন সংবাদ পাইয়া অভিযান চালাইয়া এ ব্যাটারে ধরিয়াছে। তাৎক্ষনিক এই ব্যাটারে ধুমধাম চালাইয়া দেওনের দরকার। যা মনে হইতেছে বেগুনের যে নাই গুণ হেইডা এই বজ্জাতের হাড্ডি প্রমানিত করিয়াছে, চিন্তায় আছি…
দেব জেঠা কহিলো সবিচ পরিচয় দিয়া খাগড়াছড়িরে জেলা প্রশাসনে আকাম করিতে যাইয়া ফারুক সিফাত বউ,মাইয়া লইয়া এখন হাজতে। ব্যাটার সাহস আছে বটে। প্রতারণা করিতে করিতে মনে হয় ভুলিয়া যাইয়া জেলা প্রশাসনে প্রবেশ কিরয়াছে। এই জেঠা মনে হয় জানে না জেলা প্রশাসন হইলো প্রশাসনিক জেলার শাসক কর্তা। উলা পাল্টা বার্তা লইয়া আকাম করিতে গিয়া এখন ধরা খাইয়া জেল হাজতে। জেঠারে লং টার্ম শাস্তি করিয়া দেওনের দরকার, চিন্তায় আছি…
আলমগীর জেঠা কহিলো, লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি নাম্বার ক্লোন করিয়া কয়েক প্রতার উপজেলার কয়েক জেঠা জেঠি হইতে নগদ অর্থ আদায় করিয়াছে। এই প্রতারক চক্র আরো একবার প্রতারনা করিয়া কয়েক শিক্ষক হইতে টাকা হাতাইয়া নিয়াছে। এই হইলে পাক্কা ডিজিটাল প্রতারকের কান্ড। ইউএনও জেঠার উচিত গুরিন্দা জেঠাগোরে দিয়া তথ্য তালাস লওনের, চিন্তায় আছি…
রউফ জেঠা কহিলো দেড়া হাজার পিস ইয়াবা লইয়া খাগড়াছড়িতে রাহমত আর কামাল ধরা খাইয়াছে। আমাগো ডিবি পুলিশ গোপন সংবাদ পাইয়া গেল বুধবার শহরের গামারী ঢালা এলাকা হইতে তঁগোরে আটক করিয়াছে। কথা হইলো পাহাড়ে তলে তলে বহুত ইয়াবা কারবারী বড় বড় চালান মজুদ করিয়াছে। গুরিন্দা বাহিনীরা সোর্স লাগাইলেই হ¹ল ফত ফত করিয়া বাহির হইয়া পড়িবে, চিন্তায় আছি…
কবির জেঠা কহিলো কাপ্তাই উপজেলায় বিগত কুড়ি বছরে ৭টি সিনেমা হল বন্ধ হইয়া গিয়াছে। ৯০ দশকে এই উপজেলা আছিল উন্নয়নশীল আর বিনোদনের উপজেলা। অথচ এই উপজেলাই এখন বিনোদনের সিনেমা হল নাই। আকাশ সংস্কৃতি গোটাদেশে সিনেমা হল গুলাইন গিয়া খাইয়াছে। এখন ওগলাইতে হইলে ঐ সংস্কৃতিরে না করিতে হইবে। কথা হইলো আকাস বাতাস যা সংস্কৃতি থাক তয় নিজেগোর সংস্কৃতি নিজেরাই ঠিক রাখিতে পারিলেই হয়, চিন্তায় আছি…
আমাগো মাত্তাল লেদু জেঠা কহিলো পৌরসভার ইলেকশন লইয়া বহুতের ফিরিকিশন দেখা যাইতেছে। তলে বলে নেতারা ফাইট কিরতেছে চেয়ার দখলের জইন্য। এমনিতে পার্বইত্য চট্টগ্রামের কয়েকটি নারী ধর্ষণ ঘটনায় আমামীলীগের নেতাগোর দফারফায় পাহাড়ের বিজ্ঞ জেঠা জেঠিরা ছিঃ ছিঃ করিতেছে। পৌর নয় হ¹ল ইলেকশনেই চেয়ার পাওন মুশকিল হইয়া পড়িবে। মাত্তাল লেদু মধু খাইলেও হুঁস জ্ঞান ঠিকই আছে। কথা হইলো লুটের আসায় চেয়ার চাইলে জেঠা জেঠিরা শেষ মেষ খাওনের ললিপপপ ধরাইয়া দিবে, চিন্তায় আছি…
ভাইপো রে পার্বত্য এলাকায় আরো কতো কান্ডকারখানা দেখিতে শুনিতে হইবো বুঝিতে পারিতেছিনা। রাজনীতির মাঠতো হঠাৎ করিয়া চুড়ান্ত গরম হইয়া পড়িবে। ঐ গরমে কে পোড়া আর কে আধপোড়া হইবে পাবলিক জেঠারা ডরে ভয়ে দিনাতিপাত করিতেছে। প্রত্যন্ত অঞ্চলের অনেক জেঠা জেঠি কহিলেন সন্ধ্যার পর অনেকে ডরে ভয়ে স্থান ত্যাগ করিয়াও রাত্রি যাপন করিতেছে। আধিপত্য, চাঁদাপত্য, ঘায়েলপত্য, খাদ্যপত্য নানান অপকর্মপত্যর বিস্তার লইয়া কয়েক গ্রুপতো ফটর ফটর করিয়া খালি মানুষ মারিতে ওস্তাদ, ভাই-পো রে খালি দুঃখ আর দুঃখ লইয়া আরো বহুত ঘটনা বাকি থাকিলেও আইজ এই পর্যন্ত লিখিয়া ইতি টানিতেছি, তবুও চিন্তায় আছি….
ইতি-
পা.স.চি.জে.মি.ব.
২০সেপ্টেম্বর, ২০২০ খ্রিঃ
ই-পিসি/আর