কাপ্তাই রাইখালী মসজিদের পুকুরে ডুবে কিশোরের মৃত্যু
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
কাপ্তাই ২নং রাইখালী এলাকার কাজী পাড়া জামে মসজিদের পুকুরে গোসল করতে গিয়ে স্থানীয় এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সুত্রগুলো জানিয়েছে।
স্থানীয়রা জানায়, মিজানুর রহমান (১২) স্থানীয় একটি দোকানে কাজ করতো। ঘটনার সময় দুপুরে খাবারে আগে মসজিদের পুকুরে গোসল করতে যায়। কোন এক ফাঁকে সে পানিতে তলিয়ে যায় পরে তার লাশ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন। পরে কিশোরের লাশ বড়ইছড়ির রেশমবাগান এলাকার নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। রাইখালী ইউপি চেয়ারম্যান মোঃ এনামুল হক ঘটনার সত্যতা স্বীকার করেন।
থানা সুত্র জানায়, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।