[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়ির পানছড়িতে মৎস্যখাতে কোটি টাকার ক্ষতিলংগদুতে জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট বিষয়ক জনসচেতনতা সভালংগদুতে অবৈধভাবে পাহাড়/টিলা কর্তনের দায়ে দুই ব্যক্তিকে অর্থদন্ডরাজস্থলীর বিমাছড়া পাড়ায় পানির সংকট দূর করলো সেনাবাহিনীদীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস, মিলাদ ও পুরস্কার বিতরণপানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিতকাপ্তাইয়ে জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট বিষয়ক সভারাজস্থলীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপনথানচিতে বংয়ক হেডম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনচন্দ্রঘোনায় ধ্রব সংস্কৃতি পরিষদের বিজয়ীদের মাঝে সনদ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

কাপ্তাইয়ে বন মামলার সাজাপ্রাপ্ত আসামি আটক

৬২

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

দীর্ঘ দিন পলাতক থাকার পর অবশেষে পুলিশ আটক করতে সক্ষম হয়ে বন মামলা এক আসামীকে। গত শনিবার সকালে (১৯সেপ্টেম্বর) চন্দ্রঘোনার চিৎমরম বাজার থেকে সাজাপ্রাপ্ত এই আসামীকে পুলিশ আটক করে।

কাপ্তাই বন বিভাগ সুত্র জানায়, জনৈক মংজাই উ মারমা বন আইনের ৮টি মামলার আসামী। একটি মামলায় তিনি ৬মাসের সাজাপ্রাপ্ত হন। উপজেলার চন্দঘোনা থানা বিশেষ অভিযান চালিয়ে চিৎমরম বাজার হতে সকালে তাকে আটক করে। তার পিতার নাম মমবাতুই উয়াই মারমা।

ছেলে মংজাইউ মারমা (৩৫)কে এসআই জাহাঙ্গীর, এএসআই কল্যান বিশ্বাস সঙ্গী ওফোর্স সহ আটক করে।

এদিকে চন্দঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, বন আইনে ৮টি মামলার আসামি মংজাই উ মারমা দীর্ঘ দিন যাবৎ পলাতক ছিল। শনিবার আসামিকে আদালতে হাজির করা হলে আদালত জেল হাজতে প্রেরণ করেন।