[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বাঘাইছড়িতে বায়তুশ শরফ মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণগৌতম বুদ্ধ ২৫৬০ বছর আগে জগতে আবির্ভূত হয়েছিলেনহৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র জসিম মারা গেছেনখাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ (মূল) দলের সদস্য আটকখাগড়াছড়ির দীঘিনালায় বোরো ধানের বাম্পার ফলনলুটেরার দল আচমকা গন্ডোগোল আবোল তাবোল দল বাঁধাইয়া হগ্গল হাতাইয়া নিতে গোল পাকাইয়াছে, চিন্তায় আছি….দিন-মাস বছর ধরেই অবৈধ দখলে সংকুচিত কাপ্তাই হ্রদ, মুক্ত করতে হবেদেশে বর্তমানে যথেষ্ট খাদ্য মজুদ রয়েছে: উপদেষ্টা আলী ইমামমানুষের জীবন-কর্ম জ্ঞান, মৃত্যু, পুনঃর্জন্ম সবকিছুই ন্যাচারাল: পার্বত্য উপদেষ্টাগৌতম বুদ্ধের ত্রি-স্মৃতি বিজড়িত প্রধান ঘটনাই হলো ‘বুদ্ধপূর্ণিমা’
[/vc_column_text][/vc_column][/vc_row]

পর্যটকদের জন্য বান্দরবানের বৌদ্ধ স্বর্ণমন্দির ২ মাস বন্ধ রাখার সিদ্ধান্ত

৬৬

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

বৌদ্ধ ধর্মাবলম্বীদের সুপরিচিত এবং বুদ্ধ ধাতু দ্বারা প্রতিষ্ঠিত মন্দির দেশের অন্যতম পরিচিত বান্দরবানের স্বর্ণ মন্দির পর্যটকদের জন্য আরো দুই মাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন স্বর্ণ মন্দির পরিচালনা কর্তৃপক্ষ। করোনা ভাইরাস সংক্রমন রোধ এবং বৌদ্ধ ভিক্ষুদের আষাঢ়ী থেকে আশ্বিনী পূর্নিমায় ধর্মী আচার অনুষ্ঠান পালনে বিঘ্ন এড়াতে গত বুধবার এ সিদ্দান্ত নিয়েছেন কর্তৃপক্ষ।

স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীরা জানান, আষাড়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত এই তিন মাস বৌদ্ধ ভিক্ষু এবং বৌদ্ধ উপাসক উপাসিকাদের কাছে অত্যন্ত সংযমের মাস। আষাঢ়ী ও আশ্বিনী পূর্নিমার এসময় বুদ্ধ তাঁর মাতৃবেদীকে সহ দেবযক্ষগনদের ধর্মদেশনা দিয়েছিলেন। পরে বুদ্ধের সময় থেকেই এ ব্রত পালিত হয়ে আসছে। বুদ্ধদেব স্বয়ং রাজগৃহে অবস্থানকালে ভিক্ষুসংঘের জন্য এই বর্ষাবাস বিধান প্রবর্তন করেন। তাই এসময়ে ভিক্ষুরা বর্ষাবাস পালনসহ ভিক্ষুগণ প্রতিটি অষ্টমী, অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে প্রতিমোক্ষ আবৃত্তি, ধর্মদেশনাসহ নানাবিধ বিনয়ভিত্তিক কর্ম সম্পাদনা করেন। এ সময় তাঁরা প্রতিটি উপসথ দিবসে গৃহীদের কাছেও ধর্মদেশনা প্রদান করেন এবং গৃহীদের শীলাদি প্রদানসহ ধর্মীয় জীবনাচারে উপদেশনা প্রদান করেন। দুঃখ মুক্তির জন্য ভিক্ষুরা বিধিবদ্ধ শিক্ষা ও একান্ত ধ্যান সমাধির চর্চা করেন।

তাই এই সময়টুকু বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে অতিবাহিত করে বৌদ্ধ ধর্মাবলম্বীরাও। তাই পর্যটক আগমনে আচার অনুষ্ঠানে ভিক্ষুদের (ভান্তে)দের যাহাতে কোন ধরনের বিঘ্ন না ঘটে তার জন্য আগামী ২ মাস অর্থাৎ নভেম্বর মাসের ৬ তারিখ পর্যন্ত স্বর্ণ মন্দিরে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা ঘোষণা করেন।

এদিকে স্বর্ণ মন্দির বন্ধ থাকায় প্রতিদিনই শত শত পর্যটক ফিরে যাচ্ছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। পূর্ব ঘোষণা না থাকায় পর্যটকরা প্রতিদিন সেখানে ভীর করছেন। কেননা করোনা সংক্রমন প্রতিরোধে দেশব্যাপী লকডাউন চলাকালীন সময়ে পর্যটকরা আসতে পারেননি। বর্তমানে সরকার তা শিথীল করলে দেশ বিদেশের পর্যটকরা ছুটে চলেছেন এ স্বর্ণ মন্দিরে।

বান্দরবানের মহাসুখ প্রার্থনা পূরক বুদ্ধ ধাতু জাদি স্বর্ণ মন্দিরের মহাথের উ গুণবদ্ধন পঞঞা (উচ্চারণ পইয়া) ভিক্ষু বলেন, ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের জন্য পর্যটকদের জন্য মন্দির দর্শনে সাময়িক বন্ধ থাকছে।

ই-পিসি/আর