[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বান্দরবানের লামায় দ্বৈত কর-এ দিশেহারা কৃষকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় স’মিল মালিককে ৬০ হাজার টাকা জরিমানাখাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবির ব্যবস্থাপনায় নিরাপত্তা ও সমন্বয় সভাবাঘাইছড়িতে কৃষকদের মাঝে কৃষি প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণখাগড়াছড়ির দীঘিনালায় ধান চাষে কৃষকদের প্রশিক্ষণ সনদ প্রদানরাঙ্গামাটির লংগদু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভারাঙ্গামাটির লংগদুতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণখাগড়াছড়িতে দেড় দশক পর সরাসরি ভোটে কলেজ ছাত্রদলের কাউন্সিল সম্পন্নরামগড় ৪৩ বিজিবির উদ্যোগে ধর্মীয় প্রতিষ্ঠানে নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণরাঙ্গামাটির বাঘাইছড়িতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ এক সন্ত্রাসী আটক
[/vc_column_text][/vc_column][/vc_row]

ব্যবস্থাপকের বিরুদ্ধে আইনী ব্যবস্থার আবেদন

উদয়ন সমাজ কল্যাণ সমিতির কার্যক্রম বন্ধ করলো জেলা প্রশাসন

১৯৬

॥ পলাশ চাকমা ॥

বৈধ কাগজ পত্র দেখাতে না পারা এবং সমিতিতে বিভিন্ন পদে নিয়োগ সংক্রান্ত বিষয়ে প্রার্থীদের নিকট অর্থ দাবির অভিযোগে উদয়ন সমাজ কল্যাণ সমিতির কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছেন জেলা প্রশাসন। এ বিষয়ে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আরিফুল ইসলাম নিশ্চিত করেছেন।

এদিকে উদয়ন সমাজ কল্যাণ সমিতির রাঙ্গামাটিতে কার্যক্রম পরিচালনা এবং বিভিন্ন পদে নিয়োগ দিয়ে সমিতির ব্যবস্থাপক বিপ্লব চাকমার বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়। তিনি নিয়োগ পদের স্তর বিষয়ে আবেদিত প্রার্থীদের নিকট অর্থ আদায় করেন বিভিন্ন অংকে। এ বিষয়ে কোন কোন প্রার্থী রাঙ্গামাটি জেলা প্রশাসকের নিকট অভিযোগ দিয়ে আবেদন করেন। এছাড়া নিয়োগ সংক্রান্ত বিষয়ে অর্থ আদায়ে গণমাধ্যমে সংবাদও প্রচার করা হয়। পরে এসব বিষয় জানতে স্থানীয় সাংবাদিকরা বেশ ক’বার শহরের টিটিসি সড়ক সংলগ্ন উদয়ন সমিতির কার্যালয়ে গিয়ে ব্যবস্থাপক বিপ্লব চাকমাকে পাওয়া যায় নি। তবে ফোনালাপে তিনি অর্থ নেয়ার বিষয়টি স্বীকার করেন। তবে সমিতির ব্যবস্থাপকের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের নিকট আবেদন জানিয়েছেন ভুক্তভোগীরা।

অপর দিকে এ বিষয়ে জানতে গেলে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আরিফুল ইসলাম বলেছেন ব্যবস্থাপক নামের ব্যক্তির নিকট সমিতির ১৪টি নথিপত্র পর্যালোচনা করে যথাযথ মিল পাওয়া যায়নি। জলবায়ু পরিবর্তন প্রকল্প সম্পর্কে বলেন, প্রশাসনিক কার্যক্রম অনুযায়ী আবেদন করেছেন ঠিক কিন্তু সংশ্লিষ্ট কতৃর্পক্ষ অনুমোদন করেননি বা তার কোন নথিপত্রও দেখতে পারেননি। অথচ তিনি জলবায়ু প্রকল্পের কাজ করছেন এবং আবেদিত বিষয় নিয়ে চাকুরী প্রার্থীদের নিকট আবেদন নিয়েছেন যা প্রকল্পের সাথে অনুমোদনের কোন মিলও নেই। অর্থাৎ তারা জলবায়ু পরিবর্তনের বিষয়ের কাজ সংক্রান্ত প্রকল্প অনুমোদন পাননি। সারাদেশে সমিতি পরিচালনার বৈধ কাগজপত্র জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরকে অনুলিপি না দিয়ে সমিতি পরিচালনা করে আসছে উদয়ন সমাজ কল্যাণ সমিতি। তাদের সকল কাগজপত্র এবং প্রশাসনিক নিয়ম সঠিক না হওয়া পর্যন্ত রাঙ্গামাটিতে কার্যক্রম চালাতে পারবে না। তাই কার্যক্রম পরিচালনার বৈধ কাগজপত্র না থাকায় অনির্দ্দিষ্টকালের জন্য উদয়ন সমিতির সমস্ত কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পরবর্তী সঠিক কাগজপত্র দেখাতে পারলে প্রশাসন তা বিবেচনায় নেবে বলে তিনি উল্লেখ করেন।

ই-পিসি/আর