খাগড়াছড়ির মানিকছড়ি খাল থেকে ভাসমান লাশ উদ্ধার
॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
মানিকছড়ি উপজেলার রাজপাড়াস্থ্য মুহামনি-মানিকছড়ি বাজার সংযোগ সেতুর নিচ থেকে উজাই মারমা (৩৮) নামের এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত উজাই মারমা উপজেলার রাজপাড়ার মৃত মংথুই মারমার ছেলে বলে জানা গেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (৭সেপ্টেম্বর) দুপুরের দিকে রাজপাড়াস্থ মানিকছড়ি খালে মরদেহ ভাসতে দেখে মানিকছড়ি থানা পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহতের মেয়ে উক্রাচিং মারমা জানান, সকালে বাসা থেকে ভাত খেয়ে মাছ ধরার উদ্দেশ্যে বের হন তার পিতা। পরে দুপুর ১২ টার দিকে রাজপাড়াস্থ মানিকছড়ি খালে মরদেহ ভাসতে দেখে খবর পেয়ে সেখানে আসলে তার পিতার লাশ দেখতে পান। মৃত উজাই মারমা মৃগী বা নিউরোলজিক্যাল বা স্নায়ুবিক রুগী ছিলেন বলে তার মেয়ে ও স্থানীয়রা জানিয়েছেন।
মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাজপাড়াস্থ মানিকছড়ি খালের সেতুর নিচে পিলারের সাথে মরদেহ আটকে আছে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ই-পিসি/আর