[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

লঞ্চে সন্তান জন্ম দিলেন ‘মা’

আমরা উপস্থিত সকলেই শিশুটির নাম রেখেছি ‘পুতুল’

৫৬

॥ নিজস্ব প্রতিবেদক ॥

পুতুলের জন্ম হলো লঞ্চে। আনন্দিত যাত্রী। পুতুলের জন্মের ইতিহাসে যোগ হলো লঞ্চ এমএল সফি। পুলকিত মালিক পক্ষ, পুতুল ও তার মা’র জন্য বিনাভাড়ায় আজীবন যাতায়ত করার ঘোষণা দিল। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গামাটির উদ্দেশ্যে বরকল ছেড়ে লঞ্চে এ ঘটনা ঘটে। লঞ্চ মালিক ও যাত্রী সাধারন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

যাত্রী সাধারন জানান, বকল উপজেলা থেকে রাঙ্গামাটির উদ্দেশ্যে যাত্রী নিয়ে ছেড়ে আসছিল লঞ্চ এমএল সফি। যাত্রীদের মধ্যে সন্তান সম্ভবা জনৈকা নারী স্বামীকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রাঙ্গামাটি আসছিলেন। কাপ্তাই হ্রদের মাঝপথে চলন্ত লঞ্চে হঠাৎ প্রসব বেদনা শুরু হয় ঐ নারীর। সন্তানটিও যেন তর সইতে পারছিলনা পৃথিবীতে আসতে। সত্যিই তাই হলো। অবশেষে লঞ্চেই দুপুর বারোটার দিকে এক কন্যা শিশুর জন্ম দিলেন তার মা সাথী আক্তার। ঘটনা জানাজানির পর লঞ্চে থাকা পুরো যাত্রীরাও আনন্দ উল্লাস করছিলেন। এভাবেই রাঙ্গামাটির ঘাটে শিশুটিকে নিয়ে হাজির হয় এমএল সফি।

যাত্রীরা আরো জানান, এমএল সফি লঞ্চ ঘাটে ফেরার সাতে সাথেই রাঙ্গামাটির লঞ্চ মালিকরা ওই শিশুটিকে দেখতে ছুটে যান এবং শিশুটিকে কোলেও তুলে নেন। যাত্রীসহ উপস্থিত সকলেই শিশুটির নাম রাখলেন ‘পুতুল। পুলকিত মালিক পক্ষ তাৎক্ষণিক পুতুল ও তার মা’র জন্য বিনাভাড়ায় আজীবন যাতায়ত করার ঘোষণা দেন। আনন্দিত মালিক পক্ষও পুতুলের মায়ের হাতে তুলে দেন উপহার সামগ্রী।

এদিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল ও যাএী পরিবহন সংস্থা রাঙ্গামাটি জোন এর চেয়ারম্যান মঈন উদ্দীন সেলিম লঞ্চে শিশু জন্মের ঘটনা স্বীকার করে বলেন, ধরনের ঘটনায় সত্যিই আমরাও আনন্দিত। আমরা উপস্থিত সকলেই শিশুটির নাম রেখেছি ‘পুতুল’। এছাড়াও পুতুল এবং তার মায়ের জন্য লঞ্চে যাতায়াতে আজীবন ভাড়া ফ্রি করে দিয়েছি। তারা যতদিন লঞ্চে চলাচল করবে ততদিন তাদের কাছ থেকে ভাড়া নেয়া হবে না। তিনি পুতুলের মাকে মিষ্টি মূখ করান। তিনি বলেন, তাঁরা মা সাথী আক্তার ও মেয়ে দুজনই সুস্থ রয়েছেন।

ই-পিসি/আর