[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
আইডিইবি কাপ্তাই সাংগঠনিক জেলা নির্বাহী কমিটি সম্মেলন অনুষ্ঠিতরাঙ্গামাটির বিলাইছড়িতে গড়েউঠা করাতকলে উজাড় হচ্ছে বনাঞ্চলের গাছরাঙ্গামাটিতে গুর্খা সম্প্রদায়ের ‘ভৈল-ঢেওসি’ উৎসবকাপ্তাইস্থ রাইখালীর দূর্গম ভালুকিয়া গ্রামে ফ্রি ব্লাড ক্যাম্পিংলংগদুতে দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় সভাস্ত্রী’র পরকীয়ার জেরে মাটিরাঙ্গায় স্বামীর আত্মহত্যাহাইব্রিডের দাপটে হারিয়ে যাচ্ছে দেশীয় জাতের ধানঅগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে খাগড়াছড়ির গুইমারা রিজিয়ন ও সিন্দুকছড়ি জোনগুইমারায় ওয়াদুদ ভুইয়ার পক্ষে গণসংযোগ ও বিএনপির ৩১ দফা প্রচারখাগড়াছড়ির রামগড় উপজেলা ও পৌর মহিলা দলের পরিচিতি সভা অনুষ্ঠিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

রাজস্থলীতে বন্যশুকুরের আক্রমনে স্কুল ছাত্র গুরুতর আহত

১৩৫

॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥

বন্য শুকরের আক্রমনে রাজস্থলী উপজেলার নাড়াইছড়ি গ্রামের স্কুল পড়ুয়া এক শিশু গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। আহত শিশু ইশ্বর চন্দ্র ত্রিপুরা (৯) বর্তমানে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে বলে তার পারিবারিক সুত্র জানিয়েছে। বৃহস্পতিবার (৩সেপ্টেম্বর) বিকালে এ ঘটনা ঘটে বলে স্থানীয় ও পারিবারিক সুত্র জানিয়েছে।

আহত শিশুর বাবা জানিয়েছেন, ইশ্বর চন্দ্র তার মা’র সাথে বাড়ির পাশের জুম খেতে কাজ করতে ও পাকা ধান পাহাড়া দিতে গিয়েছিল। কাজ করার এক ফাঁকে একটি বন্য শুকর ইশ্বরকে পিছন দিক থেকে অতর্কিত হামলা চালায় এবং তার মূখমন্ডল সহ হাতে কামড় দিয়ে রক্তাক্ত করে। তাঁর চিৎকারে মা ও চিৎকার করলে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে তাৎক্ষনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে তার অবস্থার অবনতি হলে কর্তৃব্যরত ডাক্তার আজমিরা সুলতানা তাকে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে প্রেরণ করেন।

এদিকে স্থানীয় হেডম্যান বীরন্দ্র ত্রিপুরা জানিয়েছেন, জুমের পাকা ধান খেতে প্রায় সময় বন্য শুকর সহ হাতির দল সেখানে হানা দিচ্ছে। তাদের সামনে কেউ পড়লে তাড়িয়ে নিচ্ছে আর সুযোগ পেলে উল্টো হামলা করে গুরুতর আহত করছে। আহত ইশ্বর চন্দ্র ত্রিপুরা রাজস্থলী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্র। সে প্রতিদিনের মত মা’র সাথে জুমে গিয়েছিল। কাজের এক সময় বন্য শুকর তার উপর হামলা কর

ই-পিসি/আর