লামায় বন্য হাতির আক্রমণে বৃদ্ধার মৃত্যু
॥ লামা উপজেলা প্রতিনিধি ॥
বান্দরবানের লামায় বন্য হাতির আক্রমনে আশ্রাফিয়া বেগম নামে (৭০) এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) ভোরে উপজেলার সরই ইউনিয়নের আন্ধারি জামালপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয়রা জানান, ভোরের দিকে আশ্রাফিয়া বেগমের বসতবাড়ি ভাঙচুর করে চলে যায় বন্য হাতির পাল। পরে বাড়িটির পাশ থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়। হাতির পালটি স্থানীয় লাল মিয়ার বসতঘর, মানিক মিয়ার মাছের খামার ঘর ও সেলিমের খামার ঘরও ভাঙচুর করে। নিহত আশ্রাফিয়া বেগম ওই এলাকার মৃত সাহেব আলী তালুকদারের স্ত্রী।
সরই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরিদ-উল-আলম জানান, গত কয়েক দিন ধরে ১০-১২টির একটি বন্য হাতির দল জামালপুর এলাকায় ঘরবাড়ি ভাঙচুর করে চলেছে। হাতির আক্রমণের বিষয়ে বন বিভাগ, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও থানাকে জানানো হয়েছে। মঙ্গলবার ভোর রাত থেকে হাতির একটি দল গহীন পাহাড় থেকে নেমে আন্ধারি এলাকা ও আশপাশে ভাঙচুর চালায়। হাতির দলটি ফসলের ক্ষেত ও বাগানও ক্ষতি করেছে। এ ঘটনায় এলাকার মানুষ নির্ঘুম রাত কাটানোর পাশাপাশি চরম আতঙ্কেও রয়েছেন।
লামা বিভাগীয় বন কর্মকর্তা এসএম কায়সার জানান, ক্ষতিগ্রস্তদের বন বিভাগের পক্ষ থেকে বিধি অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি এলাকাবাসীর সহায়তায় হাতিগুলোকে গহীন পাহাড়ে সরানোর ব্যবস্থা করা হচ্ছে।
ই-পিসি/আর