বান্দরবানের লামায় ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠির এক বিধবা নারীকে গণধর্ষণ
॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥
বিয়ের প্রলোভন দিয়ে বান্দরবানের লামায় ক্ষুদ্র নৃ-জাতি ত্রিপুরা জনগোষ্ঠির এক বিধবা নারীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। রবিবার (৩০ আগস্ট) মধ্যরাতে উপজেলার আজিজনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্বচাম্বী এলাকার জনৈক ক্লিপটন গ্রুপের বাগানের পাশে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। মেয়েটির বাড়ির বান্দরবানের মিলনছড়ি এলাকায়।
পূর্বচাম্বী ডিগ্রিখোলা এলাকার জনৈক দুলা মিয়ার স্ত্রী রাবেয়া বেগম বলেন, মেয়েটি ধর্ষণের পরে রাত ৩টার দিকে হেঁটে ডিগ্রিখোলা এলাকার আসলে স্থানীয় লোকজনের সাথে দেখা হলে সে তাদের বিষয়টি জানান। পরে স্থানীয় লোকজন রাতের জন্য মেয়েটিকে তার নিকট হেফাজতে রাখে। সকালে লামা থানা পুলিশ এসে মেয়েটিকে তাদের হেফাজতে নিয়ে যায়। তিনি আরো বলেন, মেয়েটি রাবেয়া বেগমকে জানায় পার্শ্ববর্তী সরই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পুইট্টা পাড়ার মৃত ইসহাক মৌলভী প্রকাশ দেয়াল মৌলভীর ছেলে নুরুল হুদা (২৭) তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে নিয়ে আসে। তাদের পরিচয় মোবাইলে ফোনের মাধ্যমে। পরে ক্লিপটন গ্রুপের বাগানের জঙ্গলের ভিতরে নিয়ে নুরুল হুদা ও তার সাথে থাকা অজ্ঞাত আরো ৫ জন লোক মিলে জোর পূর্বক ধর্ষণ করে এবং তার কাছে থাকা নগদ ত্রিশ হাজার টাকা নিয়ে যায়। ধর্ষিত মেয়েটি প্রশাসনের কাছে বিচারের দাবি জানিয়েছেন।ধর্ষণ ঘটনা জানানোর পর সকালে থানার পুলিশ মেয়েটিকে তাদের হেফাজতে নিয়ে যায়।
এ বিষয়ে আজিজনগর ইউপি চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন বলেন, ধর্ষকরা সবাই সরই ইউনিয়নের বাসিন্দা। ঘটনাটি মর্মান্তিক উল্লেখ করে তিনি দোষিদের দৃষ্টান্ত শাস্তির দাবী জানান।
এদিকে সোমবার সকালে মেয়েটিকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে বলে জানিয়েছেন, থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান। তিনি আরো বলেন, মেয়েটি একাধিক ব্যক্তির কথা বলছেন।এটি গণধর্ষণের ঘটনা।ধর্ষকদের আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।
ই-পিসি/আর