চিন্তিত জেঠার নগর দর্শন
যা মনে হইতেছে এখন ঠেলার নাম হইলো ছেড়ে দে বাবা পদপদবী লইয়া বাঁচি
ক্রিং ক্রিং, এ্যঁ…লো, কি গো জেঠা তুমি ঠিক আছোতো, গত সপ্তাহের খবরাখবর লইয়া তোমাগোর দরবারে আবারো কারেন্ট হাজির হইয়াছি। কোভিট-১৯ তো কষিয়া চালাইতেছে তয় দুর্বলও হইতেছে। তার মইধ্যে সমাজের দু¯ৃ‹তকারী, ধর্ষক, বখাটে, ইভটিজার, লুটপাটকারী, মাদক বিক্রেতা, টেন্ডারবাজ, তেলবাজ, অস্ত্রবাজ, দালালবাজ, ভুমিদস্যু, চাঁপাবাজগোর বিষয়ে দু-চারটি কথা ক্রমান্বয়ে লিখিয়াই যাইতেছি। ভাই পো-রে, আইন আছে কঠোর দমন নাই, নিপীড়ন, নির্যাতন, বিতারণ আছে ভালো শাসন নাই। পাহাড়ের চুড়ায়, খাদে, চিপায়, নালায়, ঝিড়িতে, হ্রদের ধারের অভাগা জেঠা জেঠিরা কোন দুনিয়ায় তাইনেরা বসবাস করিতেছে বলিয়া খালি অভিযোগ আর অভিযোগ। আমিও শাররীক মানসিক অর্থনৈতিক বেকায়দায়, শক্ত করিয়া কলমও ধরিতে পারিতেছিনা। ভক্তরাও খালি কহেন অ-জেঠা আমরা বাঁচি, মরি আর ঝুলিয়া থাকি আপনে অন্তত ভালা থাকিবেন। ঐ জেঠা জেঠিগোরে কি বলিব আমিও বিপদ সামলাইতেই পারিতেছিনা। ভাইপো-রে বুড়ো বুড়িরাই কহিত যে নাকি সহে সে নাকি বরকত পাইয়া থাকে। বহু হর্তাকর্তা আইজ দিতাছি কাইল দিতাছি বলিয়া চড়কারমতন ঘুরাইতেছে, আবার দুই চাইর কলম লেখিলেই খালি কহেন অ জেঠা, গা তো পোড়াইতেছে। আমিওযে পুড়িয়া মরিতেছি, সইতেও পারিতেছি না, বরকতও পাইতেছি না, কিছু বলিতেও পারিতেছিনা, জমাজাটিও করিতে পারিতেছিনা, খালি চিন্তা, আর চিন্তা….
ভাই পো-রে পুরানে বুড়ো-বুড়িরা কহিতো ওজন বুঝে ভোজন দে, মন বুঝে ধন দে, লা-আ-ভ বুঝে ঝাঁপ দে। এক দিকে জেঠা জেঠিগোর ঠেলাগুতো অন্য দিকে ভাই পো আর পাবলিকের ওয়েটিং, এইসব চিন্তা লইয়া অধিক সময় চোখের পাতা রাইতেও খাড়াইয়া থাকে। আবার ফিজিসিয়ান কহিলেন জেঠির প্রেসার নাকি এখন হাই, তাই তাইনের চিল্লা-ফাল্লাও হাইফাই। আমি কি সমাজের জেটা জেঠিগোর সুখ দুঃখের কথা লিখিব নাকি জেঠিরে সামাল দিব ঐ হিসাবও মিলাইতে পারিতেছি না। প্রতিদিনই ভোর সকালেও দেখি জেঠি বুকে হাত দুইখান লইয়া ঘুমের ঘোরেও যেন জেঠারে ঘায়েল করিতে পরিকল্পনা করিতেছে। জেঠাও হ¹ল মানুষ-আমানুষগোর খবরাখবর লইয়া বাড়ি ফিরিলেও রাইতে তাইনের সেবাও করিতে হইতেছে। আবার বহুত জেঠা-জেঠি কহিলো তাইনেগোরে নাকি প্রেসক্রাইব করিতে, জেঠি হইতে কিভাবে রক্ষা পাওন যায়। এই হইলো কাটা ঘা’এ নুন ছিটানো। আরে জেঠার নিজের প্রেসক্রাইব কারে জমা করিবো হেই চিন্তা লইয়া উপর ওয়ারার দেয়া ব্লেক চুল হোয়াইট হইতেছে তার মইধ্যে জেঠা-জেঠিগোর যত তালিমালি। এত সেবা করিতে হইলে জেঠার অবস্থাটা কে দেখিবে। রাইতে জেঠিরে দু চারটি কথা শুনাইয়া দিলেই পেট্রোল বোমার মতন ঢাস ঢাস করিতে করিতে জীবনটারে ঠাঁসা বানাইয়া দেয়। হেই সময় মনে হয় লাইফটা রেস্টুরেন্টের পরটার মতন হইতেছে। সকালে বিছানা ছাড়িতে দেরি হইয়া পড়ে। পাহাড় পর্বতের খেটে খাওয়া মানুষ অমানুষগোর সুখ দুঃখের খবর হ¹ল জেঠাগোর নিকট উত্তাপন করিতে হিমশিমও খাইতেছি। নতুন করিয়া বিশে^র ভাইরাস করোনাতো কারো কথাই শুনিতে চাহে না। খালি ধরে আর মারে। মরিলে নাকি ছুতেও পারে না। মানুষের দেহে থাকা ভাইরাসগুলোর মানবতা কিছুটা থাকিলেও এই ভাইরাসের দেখি মানবতার মা-ও নাই, বাপও নাই। আবার কুঞ্জ হইতে বাহির হইলেই ভাইপোগোর নজরবন্দি, তার মইধ্যে বিনা বেতনে চাকুরী ব্যাটা ছোট্ট জেঠার পাঠশালায় কামিং গোইং আপাতত বাদ। যত নষ্টের মূল হইলো করোনা। বেকার এই ছোট্ট জেঠাও দেখি করোনার বান লইয়া খালি প্রশ্নের রান করিতে ওস্তাদ, খালি বায়না ধরে জঙ্গল দেখবো, পাহাড় নদী নালা দেখবো। আমি জেঠাযে কোন খানে লুকাইবো, খুবই চিন্তায় আছি…
শম্ভু জেঠা কহিলো গাছ ছুড়ির অপরাধে জেল খাটিয়া সাজায় পড়িয়া শেষ মেস ভাইস চেয়ারমন সাছির উদ্দিন পদও হাড়াইয়াছে কাপ্তাই উপজেলা পরিষদ হইতে। যবলীগের পদে আসীন হইয়া পরিষদের নির্বাচিত হইয়া দলেরও বদনাম নিজেরও বদনাম যোগাই এখন পুঁতি হাতে লইয়া হাটনের সময় হইয়াছে। কথা বলে অতিলোভে নষ্ট, নীতি না থাকিলে পথভ্রষ্ট। মন্ত্রণালয় একটা কামরে কাম করিয়াছে। এইরকুম শয়তানের দল দেশে আরো রহিয়াছে তাঁগো বলও দূর্বল করনের দরকার, চিন্তায় আছি…
মুছা জেঠা কহিলো লংগদু উপজেলা পরিষদের চেয়ারমন আব্দুল বারেক সরকারের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করিয়াছে। বারেক জেঠা নাকি এক দরিদ্র জেঠারে শালিসের নামে লাঠিসোঁটা দিয়া বেধরক পিটাইয়াছে। বেচারা পিটুনি খাইয়া আদালতে নালিশ করিলে বারেকের এই অবস্থা হইয়াছে। কথা হইলো বারেক সরকাররাই আওয়ামীলীগ সরকারের দূর্নাম রটাইতেছে। ক্ষমতা পাইয়া জেঠা-জেঠিগোর সক্ষমতারেও ভুলিয়া গিয়াছে। যা মনে হইতেছে এখন ঠেলার নাম হইলো ছেড়ে দে বাবা পদপদবী লইয়া বাঁচি। কিন্তু আদালত কি ছাড়িবার প্রতিষ্ঠান, চিন্তায় আছি…
বাহাদুর জেঠা কহিলো, রাঙ্গামাটি সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারমন নাসরিন নির্যাতনের আর অপবাদের শিকার হইয়া। চাইর ফাজিলের বিরুদ্ধে থানায় মামলা করিয়া পুলিশের কোন ব্যবস্থা না পাইয়া ক্ষোভে দুঃখে সংবাদ সম্মেলন করিয়াছে। তাইনে সাফ কহিলো পদপদবী লইয়া রাষ্ট্রের দায়িত্ব পালন করিতে যাইয়া এই অবস্থা। কথা হইলো আমাগো পুলিশ জেঠারা নেতাগোর ঠেলাগুতা খাইয়া মনে হইতেছে সিদ্ধান্ত হীনতায় ভুগিতেছে। না হইলে অভিযুক্তদের বিরুদ্ধে নানান অপরাধের অভিযোগ থাকিলেও কিভাবে উন্মুক্ত থাকে, চিন্তায় আছি…
টন জেঠা কহিলো মহালছড়িতে ভইনের বিরুদ্ধে ভইনের সংবাদ সম্মেলন। ছোট ভইনের সম্পদ বড় ভইনের আত্মসাত ঘটনা উপজেলায় চমৎকার ঘটনা হইয়াছে। চোট ভইন চায়না আক্তার নাকি তার সম্পদ পায় না। যা মনে হইতেছে যে কোন সময় এইসব লইয়া চুলোচুলিও বাঁধিয়া যাইতে পারে, চিন্তায় আছি…
আমাগো মাত্তাল লেদু জেঠা কহিলো এই সপ্তহ তো খালি আমামীলীগের সমর্থিত চেয়ারমন ভাইস চেয়ারমন লইয়া কথা চালাচলি চলিতেছে। মাত্তাল লেদু মধু খাইলো হুঁস জ্ঞান ঠিকই আছে। কথা হইলো এইসব সাধুরাইতো আমামীলীগের পদস্ত নেতাগোর সুযোগ লইয়া এখন বদুসদু করিয়া ছাড়িতেছে, চিন্তায় আছি…
বদি জেঠা কহিলো শহরের ইয়াবার কারবারতো আবারো জমাট বাঁধিয়াছে। নানান কৌশল পল্টাইয়া খেমতা ব্যবহার করিয়া পোলাপাইন এই কারবার চালাইয়া যাইতেছে। আমাগো থানায় পুলিশ কর্তা জেঠার অভাব না থাকিলেও ইয়াবা কারবারি ধরিতে অভাব দেখা যাইতেছে। না হইলে মাদক নিয়ন্ত্রণ দপ্তরের এক জেঠা ১৫০ পিস ইয়াবাসহ সাজ্জাদ (২৮) জেঠারে কিভাবে আটক করিয়াছে। কথা হইলো যারে যে গিলিতে পারে তাইনেগো কি, এই হইলো অবস্থা, চিন্তায় আছি…
হুল জেঠা কহিলো, বান্দরবনের থানচিতে বিজিবির সদস্যরা ১০০০০ পিস ইয়াবাসহ অংথোয়াইচং (৪৫) মার্মাকে আটক করিয়াছে। বিশ্ব মানব সমাজের অত্যাচারি করোনার কারনে লকডাউন শুরু হইলে মাদককারবারিরা যেন তাইনেগোর মাদক ব্যবসায় বহুতে জব ডাউন চালাইয়াছে। যা দেখিতেছি বান্দরবানে বহুত উপজেলায় মানব নামের বহু বান্দরের পয়দা হইয়াছে। আমাগো মন্ত্রী বীর জেঠা কি এইসব খবর পাইতেছে না। এই পাহাড়ে কি পরিমান শতানের দল বাসা বাঁধিয়াছে ড্রোন দিয়া পরীক্ষা চালাইলে ধরা খাইবে, চিন্তায় আছি…
রউফ জেঠা কহিলো খাগড়াছড়ি পৌরসভা মেয়র রফিক জেঠা বিরুদ্ধে বেআইনীভাবে টেক্স লওনের অভিযোগ তুলিয়াছে গোলাবাড়ি ইউপি চেয়ারমন। মেয়র রফিক জেঠা শহর বাদ দিয়া ইউনিয়নে হাত দিয়াছে কি জইন্য। এখন তো বে-আইনীর খাতায় নাম লিখিতেছে। কথা হইলো ইউনিয়নের কর পৌরসভায় খাতায় কেন যাইবে। যা হনিতেছি কর লইয়া গোলমালও শুরু হইবে, চিন্তায় আছি…
কবির জেঠা কহিলো হাতির আক্রমনে কাপ্তাই উপজেলার কারিগড় পাড়ায় স্বপন জেঠারে পরপারে পার করিয়াছে। হেইখানের বহুত স্থানে হাতির অত্যাচারে অত্যাচারে জেঠা-জেঠিগোর মাথার চান্দি এখন তেলতেলে হইতেছে। বন বিভাগের কর্তা জেঠারাও কহিলো খাদ্যর অভাবে তাইনেরাও জেঠা-জেঠির দুয়ারে হানা দিতাছে। কথা হইলো এই করোনাকালে এত খাদ্য সরকার দিয়াছে তাঁগো জইন্য কোন নেতারাতো কিছু রাখেন নাই। মনে হইতেছে এই কারনেও হামলা চালাইতেছে, চিন্তায় আছি…
মং জেঠা কহিলো নাইক্ষ্যংছড়ির উপজেলার আকাশমনির বাগানের পাশে এক বৃদ্ধের মরদেহ উদ্দা করিয়াছে পুলিশ। জুমের কাজ করিতে যাইয়া তাইনে লাশ দেখিয়া স্থানীয়রা পুলিশ জানাইলে পরে বিমুং মার্মা (৫০) এর মরদেহ উদ্ধার করে। তয় পরিবার কহিলো পরিকল্পিত বাবেই এই বৃদ্ধরে হত্যা করা হইয়াছে। আমাগো পুলিশ সঠিক তল্লাসী চালাইলে ফত ফত করিয়া বাহির হইবে, চিন্তায় আছি…
গোপাল জেঠা কহিলো, সন্ধ্যার পর হইতে রাস্তাঘাটে ইয়া বড় বড় গরুর পাল দল বাঁধিয়া রাস্তা দখল করিয়া যান চলাচলে বান মারিতেছে। আমাগো পৌরসভাও গরুধরিতে মাইকিং করিয়াছে। গরুর কর্তা জেঠা-জেঠিরাও চুপ রহিয়াছে। কথা হইলো এই বেপরোয়া গরুরদলরে খোঁয়াড়ে দিকে কে। মনে হইতেছে কেউ ফুঁস খাইলে হ*ুস ধরিবে, চিন্তায় আছি…
ভাইপো রে পার্বত্য এলাকায় আরো কতো কান্ডকারখানা দেখিতে শুনিতে হইবো বুঝিতে পারিতেছিনা। রাজনীতির মাঠতো হঠাৎ করিয়া চুড়ান্ত গরম হইয়া পড়িবে। ঐ গরমে কে পোড়া আর কে আধপোড়া হইবে পাবলিক জেঠারা ডরে ভয়ে দিনাতিপাত করিতেছে। প্রত্যন্ত অঞ্চলের অনেক জেঠা জেঠি কহিলেন সন্ধ্যার পর অনেকে ডরে ভয়ে স্থান ত্যাগ করিয়াও রাত্রি যাপন করিতেছে। আধিপত্য, চাঁদাপত্য, ঘায়েলপত্য, খাদ্যপত্য নানান অপকর্মপত্যর বিস্তার লইয়া কয়েক গ্রুপতো ফটর ফটর করিয়া খালি মানুষ মারিতে ওস্তাদ, ভাই-পো রে খালি দুঃখ আর দুঃখ লইয়া আরো বহুত ঘটনা বাকি থাকিলেও আইজ এই পর্যন্ত লিখিয়া ইতি টানিতেছি, তবুও চিন্তায় আছি….
ইতি-
পা.স.চি.জে.মি.ব.
৩০আগষ্ট, ২০২০ খ্রিঃ
ই-পিসি/আর