পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি
পার্বত্য চট্টগ্রামে শুধু বাঙালি নয়,পাহাড়িরাও সন্ত্রাসীদের হাতে জিম্মি
॥ নিজস্ব প্রতিবেদক ॥
পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসীদের হাতে শুধু বাঙালি নয় পাহাড়িরাও জিম্মি। প্রতিনিয়ত তাদের চাঁদাবাজি ও হত্যাকান্ডসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড ঘটিয়েই যাচ্ছে। নিজেদের আধিপত্য ও রাজত্ব কায়েম করতে মরিয়া। পার্বত্য চট্টগ্রামকে আলাদা রাষ্ট্র করতে গভীর ষড়যন্ত্র করছে। শনিবার (২৯আগস্ট)সকালে পার্বত্য চট্টগ্রামকে রক্ষা করার জন্য “দেশপ্রেম, সম্প্রীতি ও উন্নয়ন” এই শ্লোগানকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ এর রাঙ্গামাটি জেলা কমিটি ঘোষণা অনুষ্ঠানের সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।
পরে সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের রাঙ্গামাটি জেলা কমিটির সভাপতি শাব্বির আহমেদ,সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলাইমান ও মাওলানা আবু বকর ছিদ্দিককে সাংগঠনিক সম্পাদক করে ৮২ সদস্য বিশিষ্ট রাঙ্গামাটি জেলা কমিটি ঘোষণা করেন,পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভূঁইয়া।
এসময় উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি কাজী মুজিবুর রহমান মুজিব, সহ-সভাপতি আবু তাহের, নাছিরুল আলম, মোঃ আবুল কালাম, মহাসচিব মোঃ আলমগীর কবির প্রমুখ।