[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়ির পানছড়িতে মৎস্যখাতে কোটি টাকার ক্ষতিলংগদুতে জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট বিষয়ক জনসচেতনতা সভালংগদুতে অবৈধভাবে পাহাড়/টিলা কর্তনের দায়ে দুই ব্যক্তিকে অর্থদন্ডরাজস্থলীর বিমাছড়া পাড়ায় পানির সংকট দূর করলো সেনাবাহিনীদীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস, মিলাদ ও পুরস্কার বিতরণপানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিতকাপ্তাইয়ে জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট বিষয়ক সভারাজস্থলীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপনথানচিতে বংয়ক হেডম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনচন্দ্রঘোনায় ধ্রব সংস্কৃতি পরিষদের বিজয়ীদের মাঝে সনদ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষিত

লামায় বিরোধীয় জায়গায় পাকা বসতবাড়ি নির্মাণের অভিযোগ

৭৪

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম,লামা ॥

বান্দরবানের লামায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিরোধীয় জায়গায় পাকা বসতবাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। আদালতের নিষেধাজ্ঞা জারি সত্ত্বেও বিবাদীপক্ষ বসতঘর নির্মাণের কাজ অব্যাহত রাখায় লামা থানা পুলিশের সদয় দৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করেছে বাদীপক্ষ। বান্দরবানের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে গত ৯ আগস্ট ২০২০ইং তারিখে বুলু আকতার পিটিশন মামলা নং- ৮৭/২০২০ করলে ১০ আগস্ট ২০২০ইং সোমবার এই নিষেধাজ্ঞা আদেশ জারি করেন আদালত।

মামলার সূত্রে জানা যায়, লামা পৌরসভার সাবেক বিলছড়ি গ্রামের আব্দুল কাদেরের স্ত্রী বুলু আকতার ২৯৩নং ছাগল খাইয়া মৌজার আর/১৪৪ নং হোল্ডিংয়ের ১ একর জায়গার মালিক। তার সাথে তার স্বামীর ২য় সংসারের ছেলে মোঃ আলী ও ছেলের স্ত্রী মুন্নি আকতারের জায়গা নিয়ে বিরোধ রয়েছে। বিষয়টি স্থানীয়ভাবে কয়েকবার আপোষ মীমাংসা চেষ্টা করা হয়। কিন্তু তাতে কোন সুরাহা না হওয়ায় ও আপোস মীমাংসার চেষ্টা ব্যর্থ হলে বুলু আকতার গত ০৯ আগস্ট বান্দরবানের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে পিটিশন মামলা নং- ৮৭/২০২০ দায়ের করে। আবেদন বিবেচনা করে আদালত শান্তি শৃঙ্খলা নিশ্চিত করতে বিরোধীয় জায়গায় সকল প্রকার কাজে নিষেধাজ্ঞা জারি করেন।

মামলার বাদী বুলু আকতার বলেন, আদালতের আদেশ অনুযায়ী লামা থানা পুলিশের এএসআই রাম প্রসাদ দাশ গত ২০ আগস্ট ২০২০ইং উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য নোটিশ জারি করে। থানা পুলিশ নিষেধ করা সত্ত্বেও শুক্রবার সকালে বিবাদী মোঃ আলী লোকজন নিয়ে বসতবাড়ি নির্মাণের কাজ শুরু করে। পরে পুলিশ এসে কাজ বন্ধ করে দেয়। পুলিশ যাওয়ার পরে বিবাদীরা অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি দেয়।

নোটিশকারী কর্মকর্তা এএসআই রাম প্রসাদ দাশ বলেন, উভয়পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বলা হয়েছে। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ই-পিসি/আর