সরকারি কর্মকর্তা-কর্মচারিরা জনগনকে সেবা দিতে প্রস্তুত
॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥
মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ বলেছেন, সরকারি সকল কর্মকর্তা-কর্মচারিরা জনগনকে সেবা দিতে প্রস্তুত। তাই আপনাদের যে কোনো সমস্যা সরকারি দপ্তরে যোগাযোগ করে সমস্যা সমাধান করতে পারেন এবং বিভিন্ন পাড়া পর্যায়ে উপকারভোগীদের সুবিধার পাশাপাশি অসুবিধাও থাকতে পারে তা লাইন ডিপার্টমেন্টের অফিসকে জানাতে হবে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কারিতাসের উদ্যোগে উপকারভোগীদের সাথে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে এ সব কথা বলেন।
এসময় পেপ-সিএইচটি প্রকল্পের জুনিয়র প্রোগ্রাম অফিসার (হিসাব ও প্রসাশন) নেছারুল আলম খান’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম মজুমদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ কামরুল আলম, উপ-সহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ ইব্রাহিম খলিল প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন,মাঠ কর্মকর্তা মোঃসোলায়মান।
জুনিয়র প্রোগ্রাম অফিসার(হিসাব ও প্রসাশন) নেছারুল আলম খান প্রকল্পের মার্কেটিং কার্যক্রম সর্ম্পকে তুলে ধরে বলেন, প্রতি মাসে পাড়া পর্যায়ে কারিতাস কৃষি শিক্ষা কেন্দ্র পরিচালিত হয়। উক্ত কেন্দ্রে সকল প্রকার সমস্যা ও কৃষি বিষয়ক কারিগরি বিষয়বস্তু গুলো আলোচনা করা হয়। প্রকল্প হতে প্রাপ্ত কারিগরি জ্ঞান মাঠ পর্যায়ে বাস্তবায়ন করার জন্য প্রকল্পের উপকারভোগীদের আহব্বান জানান ।
ই-পিসি/আর