টিসিবি পণ্য বিক্রয় পরিদর্শনে কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং ইউএনও
॥ কবির হোসেন,কাপ্তাই ॥
কাপ্তাই উপজেলা সদরে লাইনে দাঁড়িয়ে সামাজিক দুরত্ব নিশ্চিত করে টিসিবি পণ্য কেনার জন্য সাধারণ জনগন এর ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। প্রতিকেজি চিনি ৫০ টাকা, প্রতিকেজি ডাল ৫০ টাকা এবং প্রতি লিটার সয়াবিন তৈল ৮০ টাকা হারে সরকার কর্তৃক নির্ধারিত ডিলারের মাধ্যমে এই পণ্য বিক্রি হচ্ছে।
মঙ্গলবার (১৮আগস্ট) কাপ্তাই উপজেলা সদরে টিসিবির বিক্রয় কার্যক্রম পরিদর্শনে এসে কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক এবং উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান সন্তোষ প্রকাশ করেন। এসময় তারা সাংবাদিকদের বলেন, সরকার কর্তৃক নির্ধারিত দামে ডিলারের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রি হচ্ছে উপজেলা সদরে। এতে সাধারণ জনগণ খুবই উপকৃত হচ্ছে।
এ সময় কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই খোকন, ডিলার বির্দশন বড়ুয়া, উপজেলা নির্বাহী অফিসের অফিস সুপার সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
ই-পিসি/আর