খাগড়াছড়ির দীঘিনালায় সন্ত্রাসীদের গুলিতে নারী নিহত
॥ দিঘীনালা উপজেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে স্থানীয় এক নারী নিহত হয়েছে বলে জানা গেছে। শনিবার(১৫আগস্ট) মধ্যরাতে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সুত্রগুলো জানিয়েছে।
স্থানীয় সুত্রগুলো জানায়, উপজেলার বাবুছড়া ইউনিয়নের বাঙালি গুচ্ছ গ্রামের বাসিন্দা আব্দুল মালেকের বাড়িতে অস্ত্রধারী কিছু সন্ত্রাসী শুক্রবার রাত দেড়টার দিকে এলোপাতাড়ি গুলি চালায়। এসময় গুলিবিদ্ধ হন মালেকের স্ত্রী মোর্শেদা বেগম (৪৫) ও ছেলে মোৎ আহাদ (১১)। ঘটনার পর পরই সন্ত্রাসীরা স্থান ত্যাগ করে। পরে স্থানীয়রা তাদের গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোর্শেদা বেগমকে মৃত ঘোষণা করেন। তার ছেলে আহাদ স্বাস্থ্য চিকিৎসাধীন রয়েছে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব জানান, সন্ত্রাসীরা গভীর রাতে আব্দুল মালেকের ঘর লক্ষ্য করে এলোপাতারি গুলি করে পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের খুঁজতে পুলিশ তদন্ত চালাচ্ছে।
ই-পিসিআর