প্রতারকের বহুত ক্লাশের চক্র সাধারন জেঠা-জেঠিদের পঠকাইয়া টাকা পয়সা আটকাইতেছে
ক্রিং ক্রিং, এ্যঁ…লো, কি গো জেঠা তুমি ঠিক আছোতো, গত সপ্তাহের খবরাখবর লইয়া তোমাগোর দরবারে আবারো হাজির হইয়াছি। সমাজের দু¯ৃ‹তকারী, ধর্ষক, বখাটে, ইভটিজার, লুটপাটকারী, মাদক বিক্রেতা, টেন্ডারবাজ, তেলবাজ, অস্ত্রবাজ, দালালবাজ, ভুমিদস্যু, চাঁপাবাজগোর বিষয়ে দু-চারটি কথা ক্রমান্বয়ে লিখিয়াই যাইতেছি। ভাই পো-রে, আইন আছে কঠোর দমন নাই, নিপীড়ন, নির্যাতন, বিতারণ আছে ভালো শাসন নাই। পাহাড়ের চুড়ায়, খাদে, চিপায়, নালায়, ঝিড়িতে, হ্রদের ধারের অভাগা জেঠা জেঠিরা কোন দুনিয়ায় তাইনেরা বসবাস করিতেছে বলিয়া খালি অভিযোগ আর অভিযোগ। আমিও শাররীক মানসিক অর্থনৈতিক বেকায়দায়, শক্ত করিয়া কলমও ধরিতে পারিতেছিনা। ভক্তরাও খালি কহেন অ-জেঠা আমরা বাঁচি, মরি আর ঝুলিয়া থাকি আপনে অন্তত ভালা থাকিবেন। ঐ জেঠা জেঠিগোরে কি বলিব আমিও বিপদ সামলাইতেই পারিতেছিনা। পাওনাদারগোর বকাঝকা শুনিতে শুনিতে পেশারটাও একবার নামে একবার উঠে। ভাইপো-রে বুড়ো বুড়িরাই কহিত যে নাকি সহে সে নাকি বরকত পাইয়া থাকে। বহু হর্তাকর্তা আইজ দিতাছি কাইল দিতাছি বলিয়া চড়কারমতন ঘুরাইতেছে, আবার দুই চাইর কলম লেখিলেই খালি কহেন অ জেঠা, গা তো পোড়াইতেছে। আমিওযে পুড়িয়া মরিতেছি, সইতেও পারিতেছি না, বরকতও পাইতেছি না, কিছু বলিতেও পারিতেছিনা, জমাজাটিও করিতে পারিতেছিনা, খালি চিন্তা, আর চিন্তা….
ভাই পোরে ওজন বুঝে ভোজন দে, মন বুঝে ধন দে, লা-আ-ভ বুঝে ঝাঁপ দে। এক দিকে জেঠা জেঠিগোর ঠেলাগুতো অন্য দিকে ভাই পো আর পাবলিকের ওয়েটিং, এইসব চিন্তা লইয়া অধিক সময় চোখের পাতা রাইতেও খাড়াইয়া থাকে। আবার ফিজিসিয়ান কহিলেন জেঠির প্রেসার নাকি এখন হাই, তাই চিল্লা-ফাল্লাও হাইফাই। আমি কি সমাজের জেটা জেঠিগোর সুখ দুঃখের কথা লিখিব নাকি জেঠিরে সামাল দিব ঐ হিসাবও মিলাইতে পারিতেছি না। প্রতিদিনই ভোর সকালেও দেখি জেঠি বুকে হাত দুইখান লইয়া ঘুমের ঘোরেও যেন জেঠারে ঘায়েল করিতে পরিকল্পনা করিতেছে। জেঠাও হ¹ল মানুষ-আমানুষগোর খবরাখবর লইয়া বাড়ি ফিরিলেও রাইতে তাইনের সেবাও করিতে হইতেছে। আবার বহুত জেঠা-জেঠি কহিল তাইনেগোরে নাকি প্রেসক্রাইব করিতে, জেঠি হইতে কিভাবে রক্ষা পাওয়া যায়। এই হইলো কাটা ঘা’এ নুন ছিটানো। আরে জেঠার নিজের প্রেসক্রাইব কারে জমা করিবো হেই চিন্তা লইয়া ব্লেক চুল হোয়াইট হইতেছে তার মইধ্যে জেঠা-জেঠিগোর যত তালিমালি। এত সেবা করিতে হইলে জেঠার অবস্থাটা কে দেখিবে। রাইতে জেঠিরে দু চারটি কথা শুনাইয়া দিলেই পেট্রোল বোমার মতন ঢাস ঢাস করিতে করিতে জীবনটারে ঠাঁসা বানাইয়া দেয়। হেই সময় মনে হয় লাইফটা রেস্টুরেন্টের পরটার মতন হইতেছে। সকালে বিছানা ছাড়িতে দেরি হইয়া পড়ে। পাহাড় পর্বতের খেটে খাওয়া মানুষ অমানুষগোর সুখ দুঃখের খবর হ¹ল জেঠাগোর নিকট উত্তাপন করিতে হিমশিমও খাইতেছি। আবার কুঞ্জ হইতে বাহির হইলেই ভাইপোগোর নজরবন্দি, তার মইধ্যে বিনা বেতনে নতুন চাকুরী হইলো ব্যাটা ছোট্ট জেঠারেও এখন পাঠশালায় কামিং গোইং করিতে হইতেছে। এই জেঠাও দেখি খালি প্রশ্নের বান লইয়া ফটর ফটর রান করিতে ওস্তাদ, খুবই চিন্তায় আছি…
দেব জেঠা কহিলেন, তিন পাহাড়ের করোনা ভাইরাস লইয়া মাতামাতি বাড়িয়াছে। মাক্স লইয়া বহুতে কোটি পতি বনিয়া যাইতে গোপন মজুদ করিয়াছে। যা দেখিতেছি পাহাড়ের জেঠা জেঠিরা মাক্স লইয়া বেকায়দায় পড়িতেছে। তিন পাহাড়ে আমাগো জেলা প্রশাসনের কড়া নজর রাখা দরকার, চিন্তায় আছি…
কামাল দাদু কহিলেন, মেজর পরিচয় দিয়া চাকরি দেয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাতকারী প্রতারক সুমনের পাঁচ বছরের জেলসহ দুই লাখ টাকা জরিমানা করিয়াছেন আদালত। ভুক্তভুগি বহুতে কহিলো তিন পাহাড়ে প্রতারকের বহুত ক্লাশের চক্র খালি সাধারন জেঠা-জেঠিদের পঠকাইয়া টাকা পয়সা আটকাইতেছে আফিস আদালতে এইসব প্রতারকদের পাল্লা ভারি। এই টাউট চিটিংদের ধরিতে গুরিন্দা বাহিনীর কড়া নজর দরকার, চিন্তায় আছি…
রউফ জেঠা কহিলেন, খাগড়াছড়িতে বন্ধুকে হত্যা করনের দায়ে আদালত যুবকের মৃত্যুদন্ড জারি করিয়াছে। হেইখানের বহুত আকামের বিচার দ্রুত করিতে হতভাগারা হাতজোড় করিতেছে। আবার মাটিরাঙ্গায় শিশু ধর্ষনের অভিযোগে বৃদ্ধ নজিরকে আটক করিয়াছে পুলিশ। ব্যাটা কবরে যাইবার সময় হইলেও পাপের কাম ছাড়িতেছে না, চিন্তায় আছি…
রফিক জেঠা কহিলেন, খাগড়াছড়ির রামগড়ের বড়খেদায় বখাটে একযুবক উপজাতীয় এক কিশোরীকে জোর করিয়া ধর্ষণ করিয়াছে বলিয়া অভিযোগ করিয়াছে পরিবার। অসহায় এ পরিবার এইসব বিষয় লইয়া আইনী কোন সহায়তা নিতে পারেন নাই। পুলিশ বাদি হইয়াই মামলা করিয়া ধর্ষককে আটক করিয়াছে। যাউ¹া পুলিশ একটা কামের কাম করিয়াছে। পুলিশ আরো বেশী সচেতন হইলে সমাজের তালিমালি কাইজ কাম বন্ধ হইয়া যাইবে, চিন্তায় আছি…
সাজু জেঠা কহিলেন, পানছড়ির বাম্বুপাড়া খালের পাশে পরিত্যক্ত বৃদ্ধেও কঙ্কাল উদ্ধা করিয়াছে পুলিশ। গেল ২০ ফেব্রুয়ারী তাইনে নিজ কাজে বাহির হইয়া আর বাড়ি ফিরেন নাই। অবশেষে তাইনের কঙ্কাল ঘটনা লইয়া কানাঘুষো চলিতেছে, চিন্তায় আছি…
জিয়া জেঠা কহিলেন বাঘাইছড়ি পৌর এলাকারই পাঁচ গ্রামের মানুষ নাকি বিদ্যুতের আলো হইতে বঞ্চিত রহিয়াছে। জনপ্রতিনিধরা নাকি ভোটের ঠোঁটে যাহাই আসে তাহাই প্রতিশ্রুতি দিয়া বসে ভোট চলিয়া গেলে নিজের ঘরের চেরাগ নাই। ভুক্তোভুগিরা কহিলেন এইসব হইলো তামাশা আর তামাশা। জনপ্রতিনিধিরাই যদি কথা দিয়া কথা না রাখে উন্নয়ন হইবে কিনা, চিন্তায় আছি…
সোহলে জেঠা কহিলে এক প্রেম পাগল কু-যুবক এর প্রস্তাবে রাজি না হওনের কারনে কিশোরীকে বেদম প্রহার করিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়া দিয়াছে। অপমানে ঐ কিশোরী আত্মহত্যা করিয়াছে। পুলিশ এই যুবককে খুঁজিয়া বেড়াইতেছে। এই কু-যুবককে হাতে নাতে ধরিয়া চামফাটা মাইর দিয়া চির দিনের জন্য জেলে ভরিয়া দিতে হইবে, চিন্তায় আছি…
ছোটন জেঠা কহিলেন, বান্দরবানে চেক জালিয়াতির কারনে ছাত্রলীগ নেতা কাউছারের বিরুদ্ধে আরেক নেতা মামলা টুকাইয়াছে। কাউছার নাকি ব্যবসার কথা বলিয়া আদনান হইতে ৩০ লাখ টাকা লইয়া পওে লাপাত্তার কথা বলিতেছে। আইজ কাইল বলিতে বলিতে এখন মামলায় ঠেকিয়াছে। এই ঠকবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা লওনের দরকার, চিন্তায় আছি…
কবির জেঠা কহিলেন, তের দিন অতিবাহিত হইলেও রাইখালীতে অপহৃত মংচিং মারমা এখনো উদ্ধার হয় নাই। মংচিং এর পোলা মাইয়ারা বাবার জইন্য ঘরের দরজা খোলা রাখিয়াছে। তারে ফিরে পাইতে মানববন্ধন প্রতিবাদও চলিতেছে। কখন অঘটন ঘটিয়া যায়, চিন্তায় আছি…
দেব জেঠা কহিলেন, গুইমারা উপজেলায় মোটর সাইকেল চালক আকিব হত্যায় জড়িত দুই যুবককে পুলিশ আটক করিয়াছে। আটক যুবকদ্বয় আকিবকে ভাড়ায় লইয়া গিয়া মাঝপথে হত্যা করিয়াছে বলিয়া আকিবের পরিবার দাবি করিয়াছে। এই ঘটনায় হেইখানে পরিস্থিতি খুবই খারাপ চলিতেছে। যে কোন সময় রফাদফায় যাইতে পারে আমাগো আইনসৃংখলা বাহিনীর জেঠাগোর হজাগ থাকনের দরকার, চিন্তায় আছি…
ঘাসান জেঠা কহিলেন, বিজিবি-গ্রামবাসী লংকাকান্ডে মাটিরাঙ্গার ঘটনা লইয়া তদন্ত কমিটি জেলা প্রশাসকের বরাবরে প্রতিবেদন দিয়াছেন। কথা হইলো নেতৃত্বে হ¹লকে মানুষের আর মানবতার প্রতি খেয়াল রাখিতে হইবে, চিন্তায় আছি…
ইউপিডিএফ এর নেতা জেঠা-জেঠিরা পাহাড়ে বিচার বর্হিভুত হত্যা-মানবাধিকার লঙ্গন বন্ধ করিতে সরকারের নিকট দাবি জানাইয়াছে। পার্বত্য চুক্তির পর হইতে এই ঘটনা বেশী বৃদ্ধি পাইয়াছে বলিয়াও অভিযোগ করিতেছে। কথা হইলো গিয়া দলে দলে উপদল হইয়া তাইনেগোর বিরুদ্ধে মানবাধিকার লঙ্গন গুলাইনও বন্ধ করিতে হইবে। রাজনৈতিক সহাবস্থান না হইলে নিজেগোর অবস্থানও উলট পালট হইয়া পড়িবে, চিন্তায় আছি…
মিলটন জেঠা কহিলেন, মহালছড়িতে দুই গ্রামে নাকি এখনো বিদ্যুৎ নাই। জেটা-জেঠিরা ধন্যা দিয়াও আলোর মুখ দেখিতেছে না। পাহাড়ের ধারে ধারে লাইন ধরিয়া বিদ্যুতের খুঁটি অথচ পোড়াকপাইল্লা জেঠা-জেঠিরা জুঁটি বাঁধিয়া বিদ্যুৎ হইতে বঞ্চিত। তাইনেরা কখন আলো পাইবে বিদ্যুৎ জেঠারাই জানে, চিন্তায় আছি…
বাপ্পি জেঠা কহিলেন, শহরের পুলিশ সুপার কার্যালয়ের পিছনের সড়কটি ধীরে ধীরে পাবলিকের দখলে চলিয়া যাইতেছে। এক সময়ের ব্যস্ত এই সড়ক খানা এখন অনেকটা গাড়ি চলনও মানা হইয়া পড়িয়াছে। যা মনে হইতেছে ভা¹িস পুলিশ সুপার কালয়ের সীমানা বড় বড় দালানে ঘেরা আছে নইলে সেইখানেও ভাগ বসাইতো, চিন্তায় আছি…
দত্ত জেঠা কিহলেন, আমাগো রাঙ্গামাটি শহরের বিভিন্ন স্থানে ট্রাফিক পুলিশের পোস্ট থাকিলেও হেইখানে নাকি পুলিশ নাই। গাড়ির চালক মালিকরা আইন না মানিয়া যে যার মতন করিয়া চলিতেছে। কখন যে বিপদ কার ঘারে চাপিয়া বসিবে পথচারী-যাত্রীরা চিন্তায় পড়িয়াছে। কথা হইলো মুখোমুখী সংঘর্ষ হইলে আমাগো টনক নড়িবে, চিন্তায় আছি…
ভাইপো রে পার্বত্য এলাকায় আরো কতো কান্ডকারখানা দেখিতে শুনিতে হইবো বুঝিতে পারিতেছিনা। রাজনীতির মাঠতো হঠাৎ করিয়া চুড়ান্ত গরম হইয়া পড়িবে। ঐ গরমে কে পোড়া আর কে আধপোড়া হইবে পাবলিক জেঠারা ডরে ভয়ে দিনাতিপাত করিতেছে। প্রত্যন্ত অঞ্চলের অনেক জেঠা জেঠি কহিলেন সন্ধ্যার পর অনেকে ডরে ভয়ে স্থান ত্যাগ করিয়াও রাত্রি যাপন করিতেছে। আধিপত্য, চাঁদাপত্য, ঘায়েলপত্য, খাদ্যপত্য নানান অপকর্মপত্যর বিস্তার লইয়া কয়েক গ্রুপতো ফটর ফটর করিয়া খালি মানুষ মারিতে ওস্তাদ, ভাই-পো রে খালি দুঃখ আর দুঃখ লইয়া আরো বহুত ঘটনা বাকি থাকিলেও আইজ এই পর্যন্ত লিখিয়া ইতি টানিতেছি, তবুও চিন্তায় আছি….
ইতি-
পা.স.চি.জে.মি.ব.
১৫ মার্চ, ২০২০ খ্রিঃ