পাহাড়ী দাদুর দুরবীণ হইতে মাননীয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা মা’র নিকট খোলা চিঠি-০৪
মাননীয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা মা’ পত্রের শুরুতেই আমি পাহাড় চুড়া, টিলা-নালার অভাগা পোড়াকোপাইল্লা, অধম, বেকুব লাঠি দ্বারা চলিত পাহাড়ী দাদুর হাজার কুঠি আদাব, নমস্কার ও সালাম গ্রহন করিবেন। আশা করি আপনি মহান সৃষ্টি কর্তার আর্শিবাদে সোনার বাংলার প্রায় দেড় ডজন কুঠি মানুষ অ-মানুষ লইয়া কোন রকম দিন যাপন করিতেছেন। আমিও তিন পাহাড়ী জেলার ষোল লাখের অধিক নর-নারী লইয়া পাহাড়ের তলায়, নালায়, চিপায় কাপ্তাই হৃদের ধারে, উপরে টং বানাইয়া জানপরান হাতে লইয়া, মুক্তিপন আর চাঁন্দা দিয়া, মাথা ফাঠাইয়া, ব্রাশ ফায়ার খাইয়া, লুটপাঠ আর ঠেলা গুতোর পাহাড় পর্বতে গড়াগড়ি করিয়া, খাইয়া না খাইয়া কোন রকুমের বাঁচিয়া থাকিয়া এই পোড়া কোপাইল্লা অধম, বেকুব পাহাড়ী দাদুর ভাঙ্গা দুরবীন হইতে আপনার দরবারে কিছু জানাইতে, পাহাড় পর্বত লইয়া ভাবিতে, ভাবাইতে, আগাইতে, ফাঁফিয়া, হাঁপিয়া, কাঁপিয়া, এ তিন নম্বর চিঠিখানা লিখিয়াছি। মা’রে দাদুর খোলা চিঠিখানা আপনি একটু মন দিয়া পড়িবেন। যাউ¹া, পর আলোচনায় আসি…
মা’ জননীগো পাহাড়ের চুড়ায় থাকিয়া পাহাড় সমতল হ¹ল কোনার খবরাখবর আপনার দরবারে প্রতি এক পক্ষে লিখিতেছি, তয় মা’গো কোন কোন সময় চোখে ঝাপসাও দেখি। পাহাড়েতো সকালে ওমুকের দলের হইলে বিকালে তমুকের দলের প্রাণ ঝড়িতেছে। আইজ এক কোনায় রক্ত হুগাইলে কাইল আরেক কোনায় জমাট বাঁধিতেছেই। দূর্বৃত্তরা আধিপত্য, চাঁন্দাপত্য, ঘায়েলপত্য, দখলপত্যসহ নানান অপকর্মপথ্যের বিস্তার লইয়া যেন ফটর ফটর করিয়া খালি মানুষ মারিতে ওস্তাদ। পাহাড়ের অসহায় দাদা-দাদীরাতো কহিতেছেন তাইনেরা নাকি প্রতিপক্ষ বধ করিতে প্রতিযোগীতায় নামিয়াছে। মৃতের গননায় খালি যোগ হইতেছে। আমাগো পাহাড়ের অসহায় দাদা-দাদিরাতো সৃষ্টিকর্তারে জবিতে জবিতে জানপরান নখের কোনায় লইয়া দিন রাইত পার করিতেছে। মা’রে পাহাড়ে পাপের বোঝা বস্তায় বস্তায় হইয়াছে, পাবলিকের শান্তির জন্য বস্তার মুখ খুলিয়া সিরিয়াল করিয়া কাম শুরু করনের দরকার বলিয়া পাহাড়ের ফাটা কোপাইল্লা দাদা-দাদিরা উপরে সৃষ্টিকর্তাওে, নীচে আপনার দরবারে দুইহাত তুলিয়া খালি আরজি জানাইতেছে, মা’জননীগো দয়া করিয়া ব্যবস্থা লইবেন।
পাহাড়েও উপজেলা নির্বাচন লইয়া টানা-টানি আর চেঁছা চেঁছিতে ১২ ঘন্টার মাথায় আমামীলীগের জুরাইছড়ি উপজেলার সভাপতি সুরেশ দাদাসহ ৮ জনের প্রাণ কারিয়া লইয়াছে দাপুটে সন্ত্রাসী। দলা-দলী, বলা বলী লইয়া মাদার ডিস্ট্রিকের তেরটা বাজাইয়াছে। পাবলিকতো কহিতেছে ভোট লইয়া এইসব লঙ্কাকান্ড ঘটিয়াছে। অথচ হানিফ দাদায় কহিলেন এই ঘটনায় নাকি নির্বাচনের সম্পর্ক নাই। তয় আমি অভাগা পাহাড়ী দাদুও সকাল দশটায় ভোট দিতে যাইয়া দেখিয়াছি আমার ভোটও ভোর সকালেই ডাকাতি হইয়াছে। এই অভাগা পোড়াকোপাইল্লা, অধম বেকুব সালাম, নমস্কার জানাইতেছি, দোয়া, আর্শিবাদ করিতেছি এই ভোট ডাকাত যাহাতে জীবনেও ভোটার না হয়। মা’জননীগো পাহাড়ে আমামীলীগের অধিকাংশই জিতিয়াছে। সুরেশ হত্যার ঘটনায় বিচার চাহিয়া আমামীলগসহ বহু সংগঠন অবৈধ অস্ত্র উদ্ধারে বুধবার শহরে হাজারো মানুষ আন্দোলন সমাবেশ করিয়াছে। আমাগো সিপিবি’র কমরেড অনুপম দাদায় কহিলেন গনতান্ত্রিক রাষ্ট্রে নাকি পাখি মারাও অপরাধ। পাহাড়ের মানুষ তো গোল্ডেন, সিলভার আর আয়রন বুলেটের মাঝখানেই বসবাস করিতেছে বলিয়া মনে হইতেছে। দয়া করিয়া তিন জেলার মন্ত্রী এমপিদের লইয়া বৈঠক করেন, পাহাড়ের নাটের গুরুদের চিহ্নত করেন। পাহাড়ের সীমান্ত এলাকার বহুত দাদারাতো কহিলেন ঘেরাবেড়ায় বড়বড় ছিদ্র রহিয়াছে। সীমান্ত এলাকাগুলাইনের অবস্থা কি স্বরাষ্ট্র দাদারে ডাকিয়া বিস্তারিত জানিয়া কড়া ব্যবস্থা লইতে আদেশ করেন।
মা’গো পার্বত্য চট্টগ্রাম লইয়া সুবিধাবাদী, লুটেরা শ্রেণী, সাম্প্রদায়িকতাবাদ, ওলট পালটের নেতৃত্ব, শ্রেণী বিভক্তের রাজনীতি লইয়া পাহাড়ের মানুষতো রক্ষচোষা জোঁকের দলে বন্ধী হইয়া পড়িয়াছে। পাহাড়ে নাকি নাটের গুরুর দল নরম-চরম ভক্তের অধিকারী হইয়া হাবাবাতাসের আফিসের মতন তীর বসাইয়াছে। বাপ্পি দাদায় কহিলো, মানুষ আগুনে পানি ঢালে, তয় পাহাড়ে রাজনৈতিক আগুনে খালি তৈল ঢালে। আমাগো পাহাড়ের অভাগা মানুষ গুলাইনরে যে যার ভাগে পাইতেছে লেনচুষের মতন খালি চুষিতেই আছে। ঘটনা একটা ঘটিলেই চুইঙ্গামের মতন টানিতে, টানিতে, লম্বা করিয়াই যাইতেছে, তাইজ্জব কান্ড।
মা’ জননীগো, তিন পাহাড়ে যেই ভাবে লুটপাট চলিতেছে আপনার মন্ত্রী, এমপি, সচিবরাতো দূর্নীতি সহ্য করা হইবেনা, প্রশ্রয় দেয়া হইবেনা বলিয়া ভাষণ তাষণ মারিতেছে। অথচ পাহাড়ে লুটপাটের ধরন রিতিমতন পিলে চমকানোরই মতন। তয় আমাগো তিন পাহাড়ে যা চলিতেছে চোরা না হুনে ধম্মের কাহিনী অবস্থা। উন্নয়ন বোর্ড আর জেলা পরিষদগুলাইনে লুটেরা শ্রেণীর দলতো গরীবের উন্নয়নের বরাদ্দ লুটিয়া চাঁটিয়াই খাইতেছে। উন্নয়ন বোর্ড চেয়ারমন থাকেন কোঁথায়, তাইনেতো দ্বায়িত্ব পাওয়ার পর হইতেই হেড কোয়াটারে অনিয়মিত। আফিসের কর্তা দাদারা কহিলেন নব দাদা নাকি রাজধানীর বাসায় বসিয়া ফাইল পত্রে সই করেন। হেড কোয়াটারে আসিলেও সাধারন জনগনেরে তাইনে নাকি সাইক্ষাৎ দেন না। তাইনেরে দায়িত্ব দেওনের পর হইতে এই অবস্থা। আমামীলীগের বিজ্ঞ নেতারা কহিলেন সৃষ্টি লগ্নের পর মাদার ডিস্ট্রিক হইতে এক নেতাকেও উন্নয়ন বোর্ডের নেতৃত্ব দেয়া হয় নাই। এইসব লইয়া মন্ত্রী বাহাদুর দাদারে প্রশ্ন করেন। পাহাড়ে চোরের দল আমামীলীগের পিছনে দুর্নীতির সিল মারিয়াই যাইতেছে। মা’রে দূর্জন বিদ্যান হইলেও হেই, মূর্খ হইলেও হেই। জেলা আমামীলীগের সেক্রেটারী মাতব্বর দাদারে শাসন করেন। রাঙ্গামাটি জেলা পরিষদে ভুয়া সাংবাদিকের নামেও বরাদ্দ দেখাইয়া কোটি টাকা লুটপাট হইয়াছে। মা’গো অন্য দিকে না তাকাইয়া এইবার মাদার ডিস্ট্রিক্ট হইতে বোর্ডে একজন চেয়ারমন বসাইয়া দেন। তয় আমামীলীগের বহুতেতো কহিতেছেন নিখিল দাদারে হেইখানে ফিট করিতে, তাইনেতো বন্ধন হারা পরিবারের মানুষ, বিষয়টি ভাবিয়া দেখিবেন। দূর্নামের বোঝা না বাড়াইয়া জেলা পরিষদেও দ্রুত যোগ্য নেতৃত্ব বসান।
পাহাড়ের বিজ্ঞজনেরা প্রশ্ন করিতেছেন দুর্নীতি দমন কমিশন ছাহেবরা কোথায় আছেন কেমন আছেন। বহুতেতো আক্ষেপ করিয়া কহিতেছেন ১৭ সালের ১৩ জুন পাবলিক মাটি চাপা পড়িয়াছিল। আপনার দলের এক চেঁছড়া নেতার কারনেতো রাঙ্গামাটির পাবলিক কলেজ শহরের নামকরা ক্লাব ঘরেই ক্লাশ চলিতেছে। পোলাপাইনের জন্য আপনিতো অশোক লিলেন্ড গাড়িও দিয়াছেন। এই কলেজের নিজস্ব ক্যাম্পসতো মাটি চাপা পড়িয়াছে। পোলাপাইনতো তাঁগো ক্যাম্পাস ক্যাম্পাস করিয়া হাঁপাইতেছে। শুনিলাম পাবলিক কলেজের অবকাঠামো উন্নয়নের কাজ লইয়া যুবলীগের এক নেতার বিরুদ্ধে দুুদুকের দায়ের করা চেক জালিয়াতির মামলার স্বাক্ষি নাকি ২ এপ্রিল। মা’রে আপনার দলেরই পদস্থ বিজ্ঞ নেতারা কহিতেছেন দলের শুনাম ডুবানো এই চেঁছড়া, নির্লজ্জ বেহায়ারে সশ্রম কারা দন্ড করনের দরকার। নেতা নেত্রীগোর কাইজ কাম লইয়া দুই চার কলম লিখিতে যাইয়া দলের ত্যাগী আর বেকার বহুতেতো যেন অক্সিজেন পাইতেছে। আপনার দরবারে লিখা পাহাড়ী দাদুর চিঠিখানা পড়িতে হকারের দিকে হাত বাড়াইতেছে। জেলায় জেলায় দুর্নীতিবাজদের তালিকা প্রকাশ করিতে কমিশন চেয়ারমনরে ডাকিয়া কড়া আদেশ করেন। মা’জননীগো আবারো আরজি করিতেছি পাহাড় পর্বত লইয়া একটু সময় দেন, চিন্তা করেন, গবেষনা করেন, না হইলে বিশে^র দরবারে আপনার যেই মান ইজ্জত মওজুদ হইয়াছে তাতো ধুলায় মিশাইয়া যাইবো বলিয়া এই পোড়াকোপাইল্লারও মনে হইতেছে।
বান্দরবানের বহুত উপজেলাতেতো লুটপাটকারীরা দলে বলে চুষিয়াই যাইতেছেন। রাহুল দাদায় কহিলেন, পর্যটক তরুনী ধর্ষক জীপ গাড়ির চালক রাসেল আটক হইয়াছে। এই জানোয়ার যাহাতে কোন ফটক দিয়াই বাহির হইতে না পারে সেই দিকে খেয়াল রাখিতে আইজিপি দাদারে ওয়ার্ডার করেন। দেশের প্রমানিত ধর্ষকদের দ্রুত বিচার করিয়া আদালত যাহাতে ঝুলাইয়া দেয়, পাবলিক আদালত দরবারে আরজি করিতেছে। মানবতা বিরোধীদের ধরিতে পাহাড় পর্বতে চিরুনী অভিযান চালাইতে স্বরাষ্ট্র দাদারে কড়া আদেশ করেন। হেইখানেও নাকি ভিন দেশের পোশাকধারীরা গোপনে চলাচলি করিতেছে, অপরাধের ঘটনা বহুত লম্বা হইয়াছে। যাহা মেসাজ পাইতাছি তাতেতো মামলা মামলায় বহুত ফাইল জমিয়াছে। খাগড়াছড়ির পাহাড়েরও বহুত ধর্ষন ঘটনার চিত্র রহিয়াছে। হেইখানেও বহুত মা, বাপ-ভাইরা কাঁদিতেছে। মা’রে এইসব কর্মকান্ডের ঘটনা লইয়া মন্ত্রী, এমপি, ডিসি,এসপি দাদাগোরে প্রশ্ন করিবেন আর নিজেও ভালো করিয়া তদারক করিবেন।
মা’জননীগো অপার দয়াময় সৃষ্টি কর্তার অশেষ কৃপায় আপনিতো ছহি ছালামতে আপনার উপদেষ্টা, মন্ত্রী, প্রতিমন্ত্রী আর উপমন্ত্রী লইয়া দেশ পরিচালনায় আগাইতেছেন। তয় আপনি দেশের উন্নয়ন দ্রুত গতিতে চালাইলেও দেশ গেরামের মানুষতো রাক্ষস খোক্ষসের পাল্লায় পড়িয়াছে বলিয়াই মনে হইতেছে। দেশের কয়েক স্থানেতো আমামীলীগের বেশ কজন নেতা হত্যা হইয়া গিয়াছে। পাহাড়েরও নতুন করিয়া সুরেশ যোগ হইয়াছেন। ধর্ষন আর সড়ক নির্যাতনের হত্যা যেন সমান তালেই চলিতেছে। এই ডবল নির্যাতন, হত্যার ঘটনাগুলাইন দ্রুত আইনে বিচার করনের দরকার বলিয়া দেশ গেরামের ভুক্তোভুগিরা আপনার দরবারে কড়জোরে মিনতি জানাইতেছে। তয় মা’গো দেশের পাবলিক দাদা-দাদীগোর এই মিনতি পালন করিতে এমপি, মন্ত্রীদের কড়া নির্দেশ দেন। নোয়াখালীর সুবর্ণচরের ধর্ষন ঘটনায় নাকি আমামীলীগের রুহুইল্লা নির্দেশদাতা। পুলিশও আদালতে রিপোর্ট দিয়াছে, দল হইতেও নাকি বহিস্কৃত, কিন্তু রহুইল্লা কোন ফটক দিয়া বাহির হইলো। ভারত যাইতে গিয়া লালমনিরহাটের স্থল বন্দর এলাকায় এক নারীওতো বাস কাউন্টারেই টানা দিন দিন ধরিয়া ধর্ষনের শিকার হইয়াছে। এই ঘটনায় সেচ্ছাসেবক লীগের নেতা জড়িত। পুলিশ সাঙ্গপাঙ্গসহ রেজাউল্লাকে আটক করিয়াছে। এইভাবে চলিতে থাকিলে চেয়ারও উল্টাইয়া যাইবে। আইনমন্ত্রীরে তল্লাসী করেন, নারী ধর্ষন ঘটনায় জড়িতদের দ্রুত ঝুলাইয়া দেন ।
মা’জননীগো দেশের ব্যাংক সেক্টরের দুর্নীতির যেন শেষ নাই। লুটপাটকারীর লাইন লম্বা না হইলে মন্ত্রীগোর নাম বিক্রি করয়িা তোয়ায়েল, সুপক নিয়োগ বাণিজ্যে অর্ধকোটি টাকা হাতাইয়া নিতো না। এই মহাপদের দুর্নীতিবাজ চোরদ্বয়ের বিরুদ্ধে ব্যবস্থা লইতে দুদুক চেয়ারমনরে আদেশ করেন। দেশের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের অন্যতম সুতিকাগার ডাকসু লইয়াওতো প্রশ্ন উঠিয়াছে। হেইখানেও ভোটা বর্জন হইয়াছে। ২৮ বছর পর ডাকসুর নির্বাচন হইলেও বাকস্বাধীতা হনন হইয়াছে বলিয়া অভিযোগ আপত্তি। সিপিবির সেলিম দাদায় কহিলেন পাকিস্তান আমলেও নাকি এই রকম হয় নাই। দেশের প্রখ্যাত শিক্ষবিদরাও এ নির্বাচনকে লজ্জার, দুঃখ জনক বলিয়া কহিলেন। মা’রে এইভাবে চলিলেতো প্রশ্নে বানের জবাব দিতে দিতে জানটাও স্থিমিত হইয়া পড়িবে, আমাগো শিক্ষা মন্ত্রীরে দিয়া খোঁজ খবর লন, জাতিকে ডাকসু লইয়া প্রশ্নের উত্তর পরিস্কার করনের দরকার।
মা’গো দেশের জিনিষ পত্রের দাম একবার বাড়িলে আর কমিতে চাহে না। চালের দামতো যেই বাড়িয়াছে তা আর কমে না। দিনে দিনে জিনস পত্রের দাম খালি বাড়িতেছে বাড়িতেছে। দেশের মানুষ আয় করিয়া যদি তার অধিক ব্যয় করিতে হয় তয় উবৃত্ততো দেনায় ভরিয়া যাইবে। যেখানেই হাত বাড়ায় সেখানেই ক্রয় ক্ষমতার বাইরে। কাঁচা বাজারেও দাম লইয়া লাফালাফি শুরু হইয়াছে। যেদিকে যায় দেশের পোড়াকোপাইল্লারা খালি ছেকা খায়, পোড়া যায়। তয় আমাগো বিইআরসি হর্তাকর্তারাতো গ্যাসের চুলা লইয়া টানা টানি শুরুর করিয়াছে। পাবলিকতো কহিতেছে লাভের পরও অর্থকড়ি লইয়া মানুষকে পুড়িয়া মারনের তালবাহানা শুরু করিয়াছে বিইআরসি। মা’রে এই বেকুবের মনে হইতেছে বিইআরসি’র চুলার দাম লইয়া টানা হেঁচড়া বন্ধ করনের আদেশ দেওনের দরকার। একবার ভাবিয়া দেখিবেন।
মা’জননীগো দেশের যা পরিস্থিতি আপনি মায়া দেখাইলে কি হইবে। আকাম কুকামকারীরাতো তলে তলে শক্তি ভক্তি অর্জন করিতেছে বলিয়া মনে হইতেছে। নানান কিছিমের দেশী বিদেশী কলকাঠির নায়করাও বগলে হাত দিয়া তলে বলে চেষ্ঠা চালাইতেছে। খেলনার পিস্তল লইয়া বিমান ছিনতাই চেষ্টাও একটা কলকাঠি মনে হইতেছে। খেলনাকে ফেলনা ভাবিলে এই অধম, বেকুবের মনে হইতেছে ভুল হইবে। তয় হেই পলাশের আগাগোড়া জাতির কাছে পরিস্কার করনের দরকার। মা’গো হোসেন দাদায়তো কহিলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আপিল শুনানী হইতেছে না নাকি প্রায় তিন বছর। যুদ্ধাপরাধের বিচার লংটার্ম থমকিয়া থাকায় দেশে ক্ষোভেরও সৃষ্টি হইতেছে। আমাগো মাহাবুব দাদায়তো কহিলেন আপিল হইয়াছে, নিষ্পত্তিও হইবে, তাইনে দিন তারিখতো কহেন নাই। দেশে মানবতা বিরোধী কাইজ কামতো চলিতেছে। তয় ট্রাইব্যুনালে কাইজ কাম শুরু করনের দরকার। মা’রে নিরাপত্তা বিশ্লষকরা কহিতেছেন, কিছু কিুছ পরিবেশ প্রতিকূলে ছাড়িয়া দিলে নিজের অনুকূল মজবুত হইবে। তয় এই পোড়াকোপাইল্লা, অধম, বেকুবরেও তাই মনে হইতেছে, বিষয়টা ভাবিয়া দেখিবেন।
মা’রে এখনো শত্রুরা উঁকি ঝুঁকি মারিতেছে। আপনার মতন বিজ্ঞ মা’রে জ্ঞান দেয়া আমার মতন লাঠি দ্ধারা চলিত পাহাড়ী দাদুর জ্ঞান কতঠুকুই বা কাজে লাগিবে, তয় আপনার সবদিকেতো শত্রু আর শত্রু। হজাগ থাকিবেন, মানবতাবিরোধীদের ঘায়েল করিতে হার্ট লাইনে থাকিবেন। মা’রে আইজও আর বেশী লম্বা করিতে চাহি না। পাহাড় চুড়া লইয়া এই অভাগার বুকের পাঁজরে বহুত ক্ষোভ, দুঃখ বেদনা জন্মিয়া রহিয়াছে, খোলাসা করিয়া আপনার দরবারে দু-চার কলম লেখিয়া পাবলিকের উপকার করিতে পারিলে জীবনের পরপারে যাইয়াও শান্তি। আইজ যা লিখিয়াছি কোন ভুলভ্রান্তি হইলে মনে কষ্ট দিলে এই পোড়াকোপাইল্লা, অধম, বেকুবরে ক্ষমা করিবেন। মা’রে প্রতি এক পক্ষে আপনার নিকট লিখা এই বেকুবের খোলা চিঠিখানা একটু সময় হাতে লইয়া পড়িবেন। আপনি ও দেশের ১৭ কুঠি মানুষের জন্য আর্শিবাদ রইল, ভালো থাকিবেন, নিজের খেয়াল রাখিবেন।
ইতি, আপনারই কুঠি কুঠি মানুষের পোড়াকোপাইল্লা, অধম, বেকুব
পাহাড়ী দাদু
গ্রন্থনাঃ এস.এস.বি.এম, তারিখ- ২৪ মার্চ- ২০১৯খ্রীঃ