[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
রাঙ্গামাটিতে বর্জ্যব্যবস্থাপনা বিষয়ে পৌরকর্তৃপক্ষের সাথে সনাকের অ্যাডভোকেসি সভারামগড়ে টাওয়ার কাজ করছে না নেটওয়ার্ক বন্ধ, চাঁদা না পওয়ায় সমস্যার সৃষ্টি!চারদিন পর ফের চালু চন্দ্রঘোনা ফেরী, মঙ্গলবার ১৬ জলকপাট বন্ধ করা হবেখাগড়াছড়ির রামগড়ে দুই কসমেটিকস্ দোকানীকে জরিমানারামগড়ে অবৈধভাবে বালু উত্তোলনে ট্রাক মালিককে জরিমানাপার্বত্য চট্টগ্রামে বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি বৈষম্যের অবসান চাই, পৌর কমিটি গঠনে নেতৃবৃন্দতাঁগো মাইরের চোট্টে ভীতু বহুত জেঠা-জেঠি হাটে আসিলেও বস্তা-পেট্ট্রা ফালাইয়া যান বাঁচাইতে দৌঁড়াইয়াছে লগে ফাঠাছেঁড়াও হইয়াছে, চিন্তায় আছি…প্রতিহিংসার চরিত্র লইয়া কেউ ক্ষেমতারে ললিপপ বানাইয়া টানা চুষিয়াছে আর অহন মনে হইতেছে বহুতে চোষাচুষিতে চুম্বুকও ফিট করিয়াছে, চিন্তায় আছি…বন্যাকবলিতদের সচেতনতায় স্থানীয় প্রশাসনের জরুরী উদ্যোগ নেয়া দরকারখাগড়াছড়ির দীঘিনালায় দূর্যোগ মোকাবিলায় করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

স্বপরিবারের উপর নির্যাতন ও মামলা প্রত্যাহারের দাবি সংবাদ সম্মেলন

১২৯

॥নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটিতে স্বপরিবারের উপর নির্যাতন ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে একটি পরিবার। রবিবার (২৬ জুলাই) সকালে রাঙ্গামাটি প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়েছে, চট্টগ্রামের আগ্রাবাদস্থ কেপকো আজিজ লিমিটেড এর মালিকের ষড়যন্ত্রের যোগসাজসে বেআইনী ও অন্যায়ভাবে ক্ষমতা অপব্যবহার করে প্রশাসনের সহযোগিতায় ঢাকার বাসিন্দা নেজাম উদ্দিন ফকির এবং তার সহযোগী লাল মিয়া দীর্ঘদিন ধরে নির্যাতন,হামলা-মামলা,প্রাণনাশের হুমকি, অবৈধভাবে জমি দখল,চাঁদাবাজি এবং জায়গা থেকে উচ্ছেদের পাঁয়তারাসহ বিভিন্ন ধরনের হয়রানি করে আসছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী আছিয়া বেগম।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আছিয়া বেগম অভিযোগ করে বলেন, গত ২৭ জুন তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে।পরে তিনি আদালত থেকে জামিনে মুক্তি লাভ করেন। তিনি আরও অভিযোগ করেন, বর্তমানে তার স্বামী আবু আলম ও ছেলেকে মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। যা ছিলো সম্পূর্ণ বানোয়াট। তাই স্বামী ও ছেলের মুক্তিসহ এবং বিভিন্ন ধরনের হয়রানি থেকে রক্ষা পাওয়ার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন আছিয়া বেগম।

সংবাদ সম্মেলনের আগে স্বপরিবারের উপর নির্যাতন ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেন ভুক্তভোগী আছিয়ার পরিবার।
এসময় উপস্থিত ছিলেন, নাজমা আক্তার,নুরুন নবী, মোঃ আব্দুল হাকিম ও আব্দুল করিম প্রমুখ।