[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় রাতের আধাঁরে পাহাড় কাটার অভিযোগে ২লাখ টাকা জরিমানাখাগড়াছড়ির রামগড়ে গরু ঘাঁস খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৮অক্সিজেনের অভাবে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ১ মাস বয়সের শিশুর মৃত্যুকাপ্তাইস্থ ১০আর ই ব্যাটালিয়ন কর্তৃক অসহায় পরিবারকে হাঁস বিতরণবিএনপি সন্ত্রাসের রাজনীতি করে না, বাঘাইছড়িতে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারাখাগড়াছড়ির দীঘিনালায় পরীক্ষার্থীর মাঝে পানি, ওরস্যালাইন বিতরণ করলো ছাত্রদলবৈসাবী উৎসব উপলক্ষে আলীকদম ৫৭ বিজিবি কর্তৃক আর্থিক অনুদান প্রদানরাঙ্গামাটিতে নয় বছরের শিশুকে ধর্ষণ চেষ্টায় আটক-১রাঙ্গামাটির লংগদু উপজেলা ছাত্রদলের আহবায়ক সদস্য আলীম বহিষ্কারখাগড়াছড়ির দীঘিনালায় নানান আয়োজনে নববর্ষ উদযাপন
[/vc_column_text][/vc_column][/vc_row]

সরকারি স্বাস্থ্যবিধি মেনেই পশু বেচাকেনা চলবে : মেয়র আ.জ.ম নাছির উদ্দীন

৬৪

॥ চট্টগ্রাম ব্যুরো ॥

সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন, ঈদুল আযহায় আল্লাহর সন্তুষ্টির অর্জনের লক্ষ্যে আমরা পশু কোরবানি করে থাকি। কিন্তু প্রতিবারের মত আমরা এবার ঈদ পালন করতে পারছি না। করোনার কারণে এবার সামাজিক দূরত্ব বজায় রেখে পশুর হাটে অংশগ্রহণ করতে হচ্ছে। তাই বাধ্যতামূলক মাস্ক পরিধান ও ভিড় এড়িয়ে পশু বেচাকেনায় আমাদের সচেতন হতে হবে।

মেয়র বলেন, ধর্মীয় রীতিনীতি ও সামাজিক আনুষ্ঠানিকতা যা পালন না করলেই নয়, শুধুমাত্র সেটাতেই সীমাবদ্ধ থাকতে হবে। পশুর হাটগুলো বসানোর ক্ষেত্রে আবশ্যিক ব্যবস্থাপনা ও অবকাঠামো ছাড়া অন্য সকল আড়ম্বর ও লোক সমাগম এড়িয়ে চলা ও নিয়ন্ত্রণে রাখতে ইজারাদার, ক্রেতা-বিক্রেতা, প্রশাসন ও চসিকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দেয়া হয়েছে।
গত বৃহস্পতিবার দুপুরে নগরীতে চসিকের অনুমোদিত ইলিয়াস ব্রাদার্স মাঠ নুর নগর হাউজিং এস্টেট পশুর বাজার পরিদর্শনকালে মেয়র এসব কথা বলেন।

মেয়র বলেন, নগরীতে চসিক নির্ধারিত কোরবানি পশুর হাটগুলোতে সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে পশু বেচাকেনায় চসিক প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে। তিনি পশুরহাট ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্টদের দেয়া দায়িত্ব শতভাগ যথাযথভাবে পালনের আহ্বান জানান।

পরিদর্শনকালে কাউন্সিলর শৈবাল দাশ সুমন, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, মোহাম্মদ রহিম সওদাগর, চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান খোন্দকার, মোঃ তসকির আহমদ, মোহাম্মদ আলী আব্বাস তালুকাদর, হাজী মোহাম্মদ ইলিয়াছ, হাজী মোহাম্মদ দেলোয়ার, মোঃ তৌহিদুল আলম পিবলু, সাজেদুল আলম মিল্টন উপস্থিত ছিলেন।