[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

[/vc_column_text][/vc_column][/vc_row]

আনোয়ারায় ৪০ কেজি চিংড়ি জব্দ, জরিমানা

বিষাক্ত জেলি দিয়ে ওজন বৃদ্ধি

১৩২

॥ চট্টগ্রাম ব্যুরো ॥

আনোয়ারা উপজেলার কালা বিবির দিঘী মোড় এলাকায় ৬নং আল মদিনা মৎস্য আড়তে চিংড়ি মাছে ক্ষতিকর জেলি পুশ করে ওজন বৃদ্ধি ও গ্রাহকের সাথে প্রতারণার অপরাধে ৪০ কেজি চিংড়ি মাছ জব্দ ও ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে। এসময় আনোয়ারা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশিদুল হক উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ চৌধুরী জানান, চিংড়ি মাছে ক্ষতিকর জেলি পুশ করে ওজন বৃদ্ধি করে ক্রেতাদের সাথে প্রতারণা করার অপরাধে আল মদিনা মৎস্য আড়ত থেকে ৪০ কেজি চিংড়ি মাছ জব্দ ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।