[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মহান মে দিবস পালিতবান্দরবানের লামায় দ্বৈত কর-এ দিশেহারা কৃষকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় স’মিল মালিককে ৬০ হাজার টাকা জরিমানাখাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবির ব্যবস্থাপনায় নিরাপত্তা ও সমন্বয় সভাবাঘাইছড়িতে কৃষকদের মাঝে কৃষি প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণখাগড়াছড়ির দীঘিনালায় ধান চাষে কৃষকদের প্রশিক্ষণ সনদ প্রদানরাঙ্গামাটির লংগদু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভারাঙ্গামাটির লংগদুতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণখাগড়াছড়িতে দেড় দশক পর সরাসরি ভোটে কলেজ ছাত্রদলের কাউন্সিল সম্পন্নরামগড় ৪৩ বিজিবির উদ্যোগে ধর্মীয় প্রতিষ্ঠানে নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

মাটিরাঙায় এক পল্লী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার

১১৬

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার এক গ্রাম্য চিকিৎসকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার সাপমারা নামক এলাকার ব্রীজের নীচ থেকে এ চিকিৎসকের লাশ উদ্ধার করা হয়। গত শুক্রবার বিকালে প্রত্যক্ষদর্শীদের মাধ্রমে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহত নুর মোহাম্মদ টিপু খাগড়াছড়ির মাটিরাঙা পৌরসভার ২নং ওয়ার্ডের সিলেটি পাড়ার বাসিন্দা। তিনি পেশায় একজন গ্রাম্য চিকিৎসক।

নিহতের স্বজনরা জানায়, গত বৃহস্পতিবার শেষ রাতে অজ্ঞাত ব্যক্তি স্বজনের অসুস্থতার কথা বলে গ্রাম্য চিকিৎসক নুর মোহাম্মদ টিপুকে ডেকে নিয়ে যায়। পরে সকাল হলেও নুর মোহাম্মদ বাড়ি ফিরে না আসায় তার স্ত্রী তাকে ফোন দিলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়ায় তাদের মধ্যে আশঙ্কার সৃষ্টি হয়। পরে বিষয়টি স্থানীয় পুলিশকে জানানো হয়। পরে দেড়টার দিকে স্থানীয়রা সাপমারা ব্রীজের নিচে বিবস্ত্র মরদেহ পড়ে থাকতে দেখে নিরাপত্তা বাহিনী ও পুলিশকে খবর দিলে বেলা আড়াইটার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যান মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল নওরোজ নিকোশিয়ার পিএসসি, সহকারী পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দিন ভুইয়া, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান ও পৌরসভার মেয়র মোঃ শামছুল হক।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম বলেন, এ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকান্ডে জড়িতদেও খুঁজে বের করতে তদন্ত চলছে।