[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
রাঙ্গামাটিতে বর্জ্যব্যবস্থাপনা বিষয়ে পৌরকর্তৃপক্ষের সাথে সনাকের অ্যাডভোকেসি সভারামগড়ে টাওয়ার কাজ করছে না নেটওয়ার্ক বন্ধ, চাঁদা না পওয়ায় সমস্যার সৃষ্টি!চারদিন পর ফের চালু চন্দ্রঘোনা ফেরী, মঙ্গলবার ১৬ জলকপাট বন্ধ করা হবেখাগড়াছড়ির রামগড়ে দুই কসমেটিকস্ দোকানীকে জরিমানারামগড়ে অবৈধভাবে বালু উত্তোলনে ট্রাক মালিককে জরিমানাপার্বত্য চট্টগ্রামে বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি বৈষম্যের অবসান চাই, পৌর কমিটি গঠনে নেতৃবৃন্দতাঁগো মাইরের চোট্টে ভীতু বহুত জেঠা-জেঠি হাটে আসিলেও বস্তা-পেট্ট্রা ফালাইয়া যান বাঁচাইতে দৌঁড়াইয়াছে লগে ফাঠাছেঁড়াও হইয়াছে, চিন্তায় আছি…প্রতিহিংসার চরিত্র লইয়া কেউ ক্ষেমতারে ললিপপ বানাইয়া টানা চুষিয়াছে আর অহন মনে হইতেছে বহুতে চোষাচুষিতে চুম্বুকও ফিট করিয়াছে, চিন্তায় আছি…বন্যাকবলিতদের সচেতনতায় স্থানীয় প্রশাসনের জরুরী উদ্যোগ নেয়া দরকারখাগড়াছড়ির দীঘিনালায় দূর্যোগ মোকাবিলায় করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

মাটিরাঙায় এক পল্লী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার

১১৭

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার এক গ্রাম্য চিকিৎসকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার সাপমারা নামক এলাকার ব্রীজের নীচ থেকে এ চিকিৎসকের লাশ উদ্ধার করা হয়। গত শুক্রবার বিকালে প্রত্যক্ষদর্শীদের মাধ্রমে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহত নুর মোহাম্মদ টিপু খাগড়াছড়ির মাটিরাঙা পৌরসভার ২নং ওয়ার্ডের সিলেটি পাড়ার বাসিন্দা। তিনি পেশায় একজন গ্রাম্য চিকিৎসক।

নিহতের স্বজনরা জানায়, গত বৃহস্পতিবার শেষ রাতে অজ্ঞাত ব্যক্তি স্বজনের অসুস্থতার কথা বলে গ্রাম্য চিকিৎসক নুর মোহাম্মদ টিপুকে ডেকে নিয়ে যায়। পরে সকাল হলেও নুর মোহাম্মদ বাড়ি ফিরে না আসায় তার স্ত্রী তাকে ফোন দিলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়ায় তাদের মধ্যে আশঙ্কার সৃষ্টি হয়। পরে বিষয়টি স্থানীয় পুলিশকে জানানো হয়। পরে দেড়টার দিকে স্থানীয়রা সাপমারা ব্রীজের নিচে বিবস্ত্র মরদেহ পড়ে থাকতে দেখে নিরাপত্তা বাহিনী ও পুলিশকে খবর দিলে বেলা আড়াইটার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যান মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল নওরোজ নিকোশিয়ার পিএসসি, সহকারী পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দিন ভুইয়া, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান ও পৌরসভার মেয়র মোঃ শামছুল হক।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম বলেন, এ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকান্ডে জড়িতদেও খুঁজে বের করতে তদন্ত চলছে।