[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে নবনন্দন সঙ্গীতালয়ের নজরুলসঙ্গীত সন্ধ্যাবিএনপি নেতাকর্মীদের মনোবল ভেঙে দেওয়ার জন্য অপপ্রচার চালাচ্ছেরাঙ্গামাটির কাপ্তাই উপজেলা বিএনপি নেতা বটন মল্লিক বহিষ্কাররাঙ্গামাটিতে সেনা সদস্যদের অভিযানে ভারতীয় সিগারেট জব্দউৎসাহ উদ্দীপনায় রাঙ্গামাটিস্থ বলাকা ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিতরাঙ্গামাটির বাঘাইছড়িস্থ বটতলী-উগলছড়ি সড়ক পানিতে তলিয়ে আছেদীঘিনালায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম এর দাফনরাঙ্গামাটিতে হাজারো মানুষের আনন্দ উল্লাসে জশনে জুলুস পালিতরাঙ্গামাটি জেলা বিএনপি সাংগঠনিকভাবে সুশৃঙ্খল, নির্বাচনে বিজয় আমাদের ঘরে দেবেখাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবি’র মানবিক সহায়তা প্রদান
[/vc_column_text][/vc_column][/vc_row]

বেসরকারি অর্থায়নে রাঙ্গামাটিতে সেন্ট্রাল অক্সিজেন স্থাপন করা হবে : পবন চৌধুরী

১২৪

॥ নিজস্ব প্রতিবেদক ॥ বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) পবন চৌধুরী চৌধুরী বলেছেন, যেভাবে বেসরকারি সহায়তায় রাঙ্গামাটিতে পিসিআর ল্যাব স্থাপনের কাজ শুরু করা হয়েছে যদি সরকারি সহায়তা পাওয়া না যায় একইভাবে বেসরকারি সহায়তায় সেন্ট্রাল অক্সিজেন স্থাপনের কাজ করা হবে। দ্রুততম সময়ের মধ্যে রাঙ্গামাটিতে পিসিআর ল্যাব স্থাপনের কাজ শেষ করার নির্দেশ দেন সচিব।
গত শুক্রবার বিকালে রাঙ্গামাটি সার্কিট হাউজে কোভিড ১৯ সংক্রান্ত স্বাস্থ্য ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যক্রম পরিচালনার কাজ তত্ত্বাবধান ও পরিবীক্ষণ সুষ্ঠভাবে সম্পাদনের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এসময় জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ, পুলিশ সুপার আলমগীর কবির, পিপিএম সেবা, রাঙ্গামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: প্রীতি প্রসুন বড়ুয়া, সিভিল সার্জন ডা: বিপাশ খীসাসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
সভায় লংগদু স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা: অরবিন্দ চাকমা, বরকল স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা: মংক্যাচিং, কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা: সুই নি প্রু রোয়াজা, পিসিআর ল্যাব বিষয়ক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা: শাইন তালুকদার, রাজস্থলী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা: রুইহলা অং মারমা, বিলাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা: রশ্মি চাকমা, জুরাছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা: অনন্য চাকমা, নানিয়ারচর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা: নুয়েন খীসা ও কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা: মাসুদ চৌধুরী তাদের সমস্যার কথা তোলে ধরে বক্তব্য রাখেন।
জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবা নিশ্চিতে মেডিকেল কলেজে নিয়োগকৃত চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিতকরনের অনুরোধ জানান।
সভায় স্বাস্থ্য বিভাগের বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা জানান, স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে পর্যাপ্ত জায়গা নেই, যন্ত্রপাতি ও লোকবল সংকটসহ নানা সমস্যার কারনে দায়িত্ব পালনে বেগ পেতে হচ্ছে। করোনা রোগীদের সাথে দায়িত্ব পালন করা ডাক্তার ও নার্সদের আলাভাবে থাকার কোন ব্যবস্থা নেই। এছাড়া বেশীর ভাগ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের সংকট রয়েছে।
এসময় সিভিল সার্জন ডা: বিপাশ খীসা জানান, চলতি মাসের শেষের দিকে রাঙ্গামাটিতে পিসিআর ল্যাব এর কার্যক্রম শুরু হবে, তবে টেকনিশিয়ানসহ লোকবলের সংকট রয়েছে।